Ameen Qudir

Published:
2016-11-21 19:31:38 BdST

রামেক ইন্টার্নি ডাক্তাররা কি সন্ত্রাসী ? আসল সত্য জানা গেল ভিডিওতে


 

ভিডিওতে চাপা পড়া সত্য খুলে বলছেন রোগীর ছেলে।

 

 

তথ্যদাতা
ডা. শাহ আহসানুল ইমরান
____________________________


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে র ইন্টার্নি ডাক্তারদের ' ডাক্তার নয় সন্ত্রাসী ' অাখ্যা দিয়ে পত্র পত্রিকায় ব্যাপক প্রোপাগান্ডা চলছে।

আসলে কি তাই !
ডাক্তার কেন সন্ত্রাসী হবেন! তাদের টেরর , মাস্তান গুন্ডা আখ্যা দিয়ে প্রচার কোন সুস্থ সাংবাদিকতা নয়।
কি ঘটেছে আসলে রাজশাহী মেডিকেলে।

রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, হাসপাতালে আবারও রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সহিংস ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে যান। ওয়ার্ডের অন্য রোগীর স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, নাটোরের জয়নাল নামের প্রায় ৭০ বছর বয়সের একজন রোগী ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

এসময় জনৈক সাদ্দাম হোসেন ও তাঁর বন্ধু ফাহাদ আল ফেরদৌসরোগীকে রক্ত দিতে দেরি হচ্ছে কেন, এ নিয়ে সাদ্দাম দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সাদ্দাম ওই চিকিৎসকের জামার কলারে ধরেন। এই পরিপ্রেক্ষিতে অন্য ইন্টার্ন চিকিৎসকেরা এসে তাঁদের কিলঘুষি মারেন। পরে হাসপাতালে কর্তব্যরত পুলিশ গিয়ে ওই দুজনকে আটক করে।


হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পরিচালক মনোয়ারুল ইসলাম বলেন, রোগীর স্বজনেরাও অসংযত। বিষয়গুলো সার্বিকভাবে দেখতে হবে।

 

      

 

 

    ভিডিওতে চাপা পড়া সত্য খুলে বলছেন রোগীর ছেলে।

 

 

হলুদ সাংবাদিকতা
____________
ওদিকে পরবর্তীতে জানা গেছে , কি ঘটেছে। রোগী জয়নালের ছেলে ও অাত্মীয় স্বজন সর্বসমক্ষে দেয়া এক ভিডিওবার্তায় জানান,"" যে ডাক্তারকে এই ঘটনায় দায়ী করা হচ্ছে, তিনি আসলে দায়ী নন।
তিনি উত্তেজিত লোকজনকে থামাতে গিয়েছিলেন। তিনি কারও সাথে খারাপ ব্যাবহার করেন নাই।
যে লোকগুলো ডাক্তারদের সঙ্গে বিতন্ডায় ও হামলায় অংশ নেয়, তারা রোগীর কেউ নন। তাদেরকে তারা চেনেন না। তারা এমন করবে , তারা বোঝে নাই। ডাক্তারদের কোন দোষ নাই, সেটা সত্যি কথা। ""

 

ভিডিওতে চাপা পড়া সত্য খুলে বলছেন রোগীর ছেলে।

 

 

ডাক্তারদের বক্তব্য
_________________________

 

এ ব্যাপারে ভুক্তভোগী চিকিৎসকদের বক্তব্য হল,


গত তিনদিন হতে বিভিন্ন পত্রিকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সন্ত্রাসী আখ্যা দিয়ে লিখালিখি হচ্ছে।। এটা হলুদ সাংবাদিকতা।

কি হয়েছিল আসলে, জেনেও কাজের কাজ কিছু হচ্ছে না।।

ডাক্তারদের প্রশ্ন,
ঝামেলাটা যারা করেছিল তারা আসলে কারা?? তারা কি রোগীর ছেলে? ভাই? ভাইস্তা? যে তার স্বজনের দুঃখে ভারাক্রান্ত, তাই মাথা ঠিক নেই??

রোগীর ছেলের মুখে সব সত্য ফাঁস হওয়ার পরও কেন ডাক্তারদের বিরুদ্ধে বিষোদ্গার চলছে।

সরকারি মেডিকেল কলেজগুলোতে ৫০০ বেড হলে রুগী থাকে ১৫০০ । তার পরও শত প্রতিকুলতার মাঝে সেরা চিকিৎসা দেন ডাক্তাররা।বেশীর ভাগ রোগীরা সেখান থেকেই সুস্থ হয়ে বেরিয়ে আসে৷

ডাক্তারদের প্রশ্ন, কারা ডাক্তার সমাজের বিরুদ্ধে লেগেছে।
মেডিকেল কলেজ গুলোকে নিয়ে এ কোন নীল নকশা। তাদের ধারনা, মবিদেশে রুগী পাঠানোর সংঘবদ্ধ এজেন্টরা পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।
______________________________

 

 

তথ্যদাতা
ডা. শাহ আহসানুল ইমরান।
ইমার্জেন্সী মেডিকেল অফিসার, (EMO) Eastern Medical College & Hospital।

Studied M.P.H at National Institute of Preventive and Social Medicine (NIPSOM)

 

 

ভিডিও লিঙ্ক
_________________________

 

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়