এন্টিবায়োটিক রেজিস্টেন্স , প্রতি তিন সেকেন্ডে মরবে একজন , মহামারী সামনেই
Published: 2016-11-15 20:23:05 BdST, Updated: 2018-04-21 23:26:00 BdST

ডা. জাহিদুল ইসলাম
______________________
২০৫০ সাল নাগাদ প্রতি তিন সেকেন্ডে পৃথিবীর একজন মানুষ মারা যাবে এন্টিবায়োটিক রেজিস্টেন্সে, প্রতি মিনিটে ২০ জন,
তার ভেতরে কে থাকতে পারে? আপনি? আপনার ভবিষ্যৎ প্রজন্ম?
হিরোশিমা নাগাসাকিতে বোমা হামলায় এতো মানুষ মরে নাই যত এই রেজিস্টেন্স এর কারণে মারা যাবে মাত্র এক মাসে... বিশ্বাস না হলে ক্যালকুলেটর নিয়া বসেন, হলিউড মুভির মতো মানুষ মরতে মরতে সাফ হতে থাকবে, তাদের বাঁচানোর জন্য কোনো হিরো আসবে না, এটাই পার্থক্য ।
ভালোই তো পৃথিবীর জনসংখ্যা কমবে, মানুষ বেশী হয়ে গেছে, কিছু কমলে খারাপ নাহ... এমনটা চিন্তাভাবনা থাকলে ঠিক আছে, আপনি ঘুমান ।
আর না হলে জাগেন, বিনা প্রয়োজনে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক খাওয়া বন্ধ করেন, নিজে বাঁচেন ।
আপনার পাশের মানুষটাকে বাঁচতে দেন ।
সময় থাকতে সচেতন হোন। আপনি এবং আপনার ভবিষ্যত প্রজন্মকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিবেন না, পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক খেয়ে সুস্থ হয়ে গেলেও ফুল কোর্স শেষ করবেন। চিকিৎসকদের প্রতি অনুরোধ, এন্টিবায়োটিক প্রয়োগে সর্বোচ্চ সতর্কতা মেনে রোগীদেরও সতর্ক করুন।
#আমি_এন্টিবায়োটিক_সচেতন ।
আপনি?
বিশ্ব এন্টিবায়োটিক রেজিস্টেন্স প্রতিরোধ সপ্তাহ সফল হোক...।
_____________________
লেখক: ডা. জাহিদুল ইসলাম
Lecturer at Army Medical College Chittagong
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।