Ameen Qudir

Published:
2018-02-03 18:44:44 BdST

বলিউড বাদশার অবৈধ বিলাসমহল বাজেয়াপ্তে কাপর্ণ্য করলো না আয়কর বিভাগ


 

 

ডেস্ক রিপোর্ট

____________________


বলিউড বাদশা শাহরুখ খানের বিলাসমহল অস্থায়ীভাবে জব্দ করেছে ভারতের আয়কর বিভাগ।
আলীবাগে সাগর কিনারে ছিল এই বিলাসপুরী। সেখানে হেলিপ্যাডসহ নানা বিলাস আয়োজন ছিল।


আয়কর বিভাগের অভিযোগ, শাহরুখ আলীবাগ নামে একটি এলাকায় কৃষিকাজের উদ্দেশ্যে জমি কিনে পরে এটিকে ফার্ম হাউস বানিয়েছেন। মহারাষ্ট্র রাজ্যে অনুমতি ছাড়া কৃষিজমিকে অন্য কোনো কাজে ব্যবহার করার নিয়ম নেই।

Image result for shahrukh's farmhouse at alibaug

শাহরুখের আলীবাগের এই সম্পত্তি ১৯ হাজার ৯৬০ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত। এখানে আছে ব্যক্তিগত হেলিপ্যাড, সৈকত ও সুইমিং পুল। এই সম্পত্তির মূল্য ২৫০ কোটি রুপি।

 

মহারাষ্ট্রের প্রজাস্বত্ব ও কৃষিজমি আইন অনুযায়ী, রাজ্যের কালেক্টরের অনুমতি ছাড়া কৃষিজমিতে কেউ কৃষিকাজ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না। শাহরুখ আলীবাগের এই জমি কিনেছিলেন কৃষিকাজের উদ্দেশ্যে। অথচ পরে তিনি এখানে ফার্ম হাউস বানিয়েছেন। বাজারমূল্যের থেকে প্রায় ৫ ভাগের ১ ভাগ দামে জমিটি ক্রয় করেছিলেন শাহরুখ।

 

শাহরুখ খানের আলীবাগের ফার্ম হাউস

 

এই সম্পর্কে শাহরুখ বা তাঁর মুখপাত্র কোনো মন্তব্য করেননি। তবে মাত্র কয়েক দিন আগেই সমাজসেবার জন্য আন্তর্জাতিক পুরস্কার পাওয়া তারকার নামে এমন অভিযোগ তাঁর অনেক ভক্তকেই ব্যথিত করেছে।

 

Related image

আপনার মতামত দিন:


বিনোদন এর জনপ্রিয়