Ameen Qudir

Published:
2018-08-21 17:37:20 BdST

প্রকৃত কসাই চিনতে কত ভুল !


 


ডা.উম্মুল নুসরাত
______________________________

রোগীর পাশে বসে থাকা লোকটা আমাকে জিজ্ঞেস করছিল, ম্যাডাম অপারেশন টা কি বাইরের কোন ক্লিনিকে করা যায় কিনা। আমি জবাব দিলাম এখানেই আপনার জন্য সবচেয়ে ভাল হবে। রোগীটি মিরপুরের এক ডায়াগনস্টিকে দেখা। এসব জায়গার কোন রোগী শেষ পর্যন্ত এখানে অপারেশন করায় না। কারন এই হসপিটাল থেকে অনেক সুবিধা তারা পায় না। আমি রোগীর দিকে তাকালাম, শিক্ষিত,ভদ্র মহিলা। ভাবতে লাগলাম এখন সে কিভাবে এবং কতভাবে দালালদের দ্বারা প্রতারিত হবে। যে ডাক্তার অপারেশন করবে তার সাথে একটা নেগশিয়েশন হবে, যে ক্লিনিকে অপারেশন করাবে সেখান থেকে পার্সেন্টেজ পাবে,আর ইনভেস্টিগেশনের পার্সেন্টেজ ত আছেই।

মোটকথা, এই ভদ্রমহিলা এখন একজন দালালের কাছে অনেক টাকার উৎস, তাই সে কোন ভাবেই তাকে হাতছাড়া করবে না। তবে, সবচেয়ে অবাক ব্যাপার এই রোগীরা ডাক্তারদের বিশ্বাস না করে খুব অন্ধভাবে এদেরকে অনুসরণ করে। তারা কখনও ভাবতেই পারবে না,যে মিষ্টিকথা বলা লোকটি ভাই/আত্মীয় পরিচয় দিয়ে ছায়ার মত অনুসরণ করছে তার স্বার্থটা কোথায়!! কসাই চিনতে কত ভুল!!
_____________________________

ডা.উম্মুল নুসরাত। সুলেখক।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়