Ameen Qudir

Published:
2018-04-02 17:30:36 BdST

গুন্ডাবাজদের থেকে আত্মরক্ষায় তায়কোয়ান্দো শিখছেন কলকাতার ডাক্তাররা !



ডাক্তাররা এবার আত্মরক্ষার প্রশিক্ষণ নিচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে৷
ডেস্ক রিপোর্ট
____________________________

পশ্চিমবঙ্গে ইদানীং রমরমিয়ে চলছে ডাক্তার নিগ্রহ৷ রোগী মৃত্যুর প্রতিবাদে পশ্চিমবঙ্গে ভাঙচুরের পাশাপাশি ডাক্তারদের উপরে আকছার হামলা হয়৷ এমার্জেন্সি বিভাগে কর্তব্যরত জুনিয়র ডাক্তাররাই এসবের মুখে পড়েন বেশি৷ এর বিহিত করতে তাঁরা প্রায়ই ধর্মঘটে বসেন৷ বন্ধ হয়ে যায় পরিষেবা৷ আবার ইদানীং অন্য পরিস্থিতিও দেখা দিচ্ছে৷ জুনিয়র ডাক্তাররাই মারমুখো হয়ে যাচ্ছেন৷ কিন্তু এবার রোগীর পরিবারের হাত থেকে সরকারি ডাক্তারদের আত্মরক্ষার জন্য স্বাস্থ্যকর্তারা এবার সরাসরি তায়কোয়ান্দো শেখার পরামর্শ দিয়েছেন৷ সরকারি হাসপাতালে জোরকদমে প্রশিক্ষণ চলছে এই মার্শাল আর্টের৷

কিছুদিন আগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতিতে মৃতের পরিজনদের তরফে হামলা ; পরে ডাক্তারদের তরফে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া; সব মিলিয়ে পরিস্থিতি গনগনে।

ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের তরফ থেকে ডা. রেজাউল করিম সরকারের এমন পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন৷ কেউ এমনিই তায়কোয়ান্দো শিখতেই পারেন, কিন্তু সরকার থেকে শেখানো হবে কেন? ৩০ বছর চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকা এই চিকিৎসকের মতে, হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার বা শয্যা নেই, চিকিৎসার খরচ বেশি৷ সাধারণ মানুষের এই ক্ষোভকে রাজনীতি উল্টোদিকে চালিত করছে৷ পাশাপাশি স্বাস্থ্যখাতে বাজেট কমে যাচ্ছে৷ এরকম পরিস্থিতিতে তায়কোয়ান্দো শেখালে হাসপাতালে যুদ্ধ পরিস্থিতি হতে চলেছে৷ সেটা সামলাতে তখন র‍্যাপিড অ্যাকশন ফোর্স নামাতে হবে৷ তায়কোয়ান্দো না শিখিয়ে স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানো উচিত৷ পরিকাঠামোর উন্নতি না করে তায়কোয়ান্দো শিখিয়ে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বিষিয়ে দেওয়ার এই চেষ্টাকে আত্মঘাতী পদক্ষেপ বললেন এই চিকিৎসক৷

অন্য পেশার লোক যা বলেন
______________________
হাসপাতালে জরুরি পরিষেবা না থাকলেও ডাক্তার নিগ্রহ চলে, আবার রোগী মৃত্যুর ঘটনা ঘটলেও ডাক্তার পেটানো হয়৷ তার সুরক্ষার্থে ডাক্তাররা শিখছেন তায়কোয়ান্দো! পুরো ব্যাপারটা খুবই হাস্যকর বলে মন্তব্য করলেন সিপিএম নেতা এবং বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিম৷ তাঁর মতে, চিকিৎসকদের সঙ্গে রোগীর নিবিড় সম্পর্কই হিংস্র বলে ধরে নেওয়া হচ্ছে৷ তাই এমন জুডো, ক্যারাটে শেখার বিচিত্র প্রস্তাব দেওয়া হচ্ছে৷ তায়কোয়ান্দো শিখিয়ে আদৌ কোনও ভালো কিছু হবে বলে মনে হয় না৷

 

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়