Ameen Qudir

Published:
2017-09-06 17:28:57 BdST

অস্ত্রোপচারে যুবতীর পেট থেকে বেরল ৭৫০ গ্রাম চুল!


 

 

 

 

 

সংবাদ সংস্থা

বমি বমি ভাব, মাথায় ও পেটে ব্যথা নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন বছর কুড়ির এক যুবতী। চিকিত্সকদের তিনি জানান, গত বেশ কয়েক সপ্তাহ ধরে তিনি কিছু খেতেও পারছিলেন না। ফলে ওজনও অস্বাভাবিক ভাবে কমছে তাঁর। এর পর সিটি স্ক্যান করে দেখা যায়, যুবতীর পাকস্থলীতে কিছু একটা জমাট বেঁধে রয়েছে। এ দিকে যুবতীর অবস্থার অবনতি হওয়ার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকেরা। কিন্তু অস্ত্রোপচারে যুবতীর পাকস্থলি থেকে যা বেরল, তা দেখে তাজ্জব বনে যান চিকিত্সকরা। তাঁরা দেখেন পাকস্থলিতে দলা পাকিয়ে রয়েছে গোছা গোছা চুল!

 

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপারের একটি হাসপাতালে। যুবতীর অস্ত্রোপচারের দায়িত্বে থাকা চিকিত্সক ভরত কামাথ জানান, পাকস্থলী থেকে মোট সাড়ে ৭০০ গ্রাম চুল বের করা হয়েছে। তিনি আরও জানান, এই যুবতী বিরলতম রোগ ‘র‌্যাপনজিল সিন্ড্রোম’-এর শিকার। ভরতবাবুর অনুমান, বিগত প্রায় এক বছর ধরে ওই যুবতী চুল খাচ্ছেন। সেই চুল জমা হতে হতে যখন পাকস্থলীর মুখ প্রায় বন্ধ করে দেয়, তখন থেকে যুবতীর অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অস্ত্রোপচারের এখন অনেকটাই সুস্থ আছেন ওই যুবতী।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়