Ameen Qudir

Published:
2017-02-20 14:58:06 BdST

ঢাকাই মহাজনপ্রিয় মিডিয়ার একুশের সাজগোজের পরামর্শ :বিস্ময়ের হলেও সত্য


 

 

ডা. অঞ্জলি সাহা
__________________________

বিস্ময়কর হলেও সত্য , ঢাকার মহাজনপ্রিয় প্রিন্ট মিডিয়ার " ডাক্তার কসাই" শিরোনাম দানকারী সাংবাদিকরা এখন মহান একুশের সাজগোজের প্রেসক্রিপশন দিচ্ছেন।
রীতিমত সাংবাদিক পাঠিয়ে বিশেষজ্ঞ বিউটিশিয়ানের পরামর্শ নিয়ে প্রতিবেদনও ছাপা হয়েছে।

আক্কেলজ্ঞানের এই হল অবস্থা।
এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাধারণ মানুষ।

তাদেরই একজন জনপ্রিয় লেখক কলামিস্ট ডা. নাসিমুন নাহার বলেন, ""একুশের আবার সাজ কি !!!!!

হেতে আর আমি একসাথে NSU থেকে MPH করেছি।

আজকে হেতে মঠেল
আর আমি গেরাইম্মা লোবী দাক্তুর।

অদ্ভূত এই ছবিটা কাল থেকে ফেইসবুকে দেখছি।অবাক, রাগ, অসহ্য বোধ করছি।

একই লেভেলের শিক্ষা এবং পারিবারিক পরিবেশ থেকে উঠে আসা ছেলেমেয়েদের মাঝেও প্রচন্ড রুচিগত পার্থক্য এবং কমন সেন্সের হেরফের থাকতে পারে -তা আবারও বুঝলাম।

যারা মিডিয়া নিয়ে কাজ করেন তাদের মধ্যে নিজস্ব সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট লেখাপড়া করার প্রয়োজন রয়েছে।

যা ইচ্ছে তাই বানিয়ে বিকৃত প্রচারনা চালিয়ে ইতিহাস নিয়ে তামাশা করার কোন অধিকার তাদের নেই।

বীরাঙ্গনাদের কথা নাহয় বাদই দিলাম আমরা সাধারন বাঙ্গালী নারীরা কি এই পোষাক ব্যবহার করি ?
আর এভাবে লিপস্টিকের ব্যবহার এবং পাউট ফেইস দেখিয়ে তারা যা বোঝাতে চাইল তা কি ভীষন বিভৎস ! """

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়