Ameen Qudir

Published:
2016-12-15 19:53:56 BdST

ফেসবুকে নারীবন্ধুদের ইনবক্সে আজব সব কমেন্ট


   

ডা. অঞ্জলি
________________________________
বিষয়টা যেমন কৌতুহল উদ্দীপক । তেমনি কৌতুককর। তেমনি ফেসবুক সমাজের নি:সঙ্গ মানুষদের মনস্তত্ত্ব ধরা পড়ে এখানে।

ফেসবুকের নারী দের একাউন্টগুলোতে চব্বিশ ঘন্টা ইনটু সেভেন ইনটু ৩৬৫ -- বিচিত্র সব কমেন্ট চলতেই থাকে। জানান ভুক্তভোগীরা।
সবচেয়ে জনপ্রিয় হল, গুড মর্নিং বা গুড নাইট। এটা শোভনও বটে। কিন্তু জবাব দিলেন তো ফেঁসে গেলেন।
নাশতা করেছেন।
কি দিয়ে নাশতা করলেন ফ্রান্স ( ফ্রেন্ডকে ফেসবুকে ফ্রান্স বলা হয় )
ফেন্ড , তুমি কি সাবান দিয়ে গোছল করো।
দিনে কয়বার করো।

আচ্ছা আমার বায়োডাটা পাঠালাম। সময় করে পড়ে নিও।

হা হা হা। এসবের শেষ নেই।
আগে বেশীর ভাগ নারী বিরক্ত হতেন। কিন্তু এখন সকৌতুকে এসব বাঁদরামী এনজয় করেন অনেকে। কিন্তু মাত্রা ছাড়ায় অনেকে । খারাপ ছবি পাঠায়।

এসব নিয়ে বিশিষ্ট লেখকরা নানা পোস্ট দিয়েছেন।

যেমন জনপ্রিয় লেখক ও ডাক্তার প্রতিদিনের তুমুল জনপ্রিয় কলামিস্ট নাসিমুন নাহার তার দুটি পাতা স্ক্রীন শট দিয়ে লিখেছেন, এই যে 'Good Morning' তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না........ইহা চলছে চলবে 12 pm পর্যন্ত.......
Good Morning সব্বাইকে।

আরেকজন লেখক লিখেছেন, সবই সহ্য করলাম। কিন্তু বাঁদরগুলো যে ওদের ঠোটের ছবিও পাঠাচ্ছে।

এ ব্যাপারে মনোচিকিৎসকগন বলেন, বিষয়টি কৌতুককর হলেও বিব্রতকর।
এখানে বাঙালির ফেসবুক রিয়ালিটি উঠে আসছে। গভীর রাত পর্যন্ত এদের ঘুম নেই। মন নি:সঙ্গ। সঙ্গীহীন। সেই জ্বালা তুলে ধরছে ফেসবুকে। এমন কমেন্ট সংশ্লিষ্ট ব্যাক্তির মনমানসিকতাকে তুলে ধরে।

_____________________________
ডা. অঞ্জলি । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়