Ameen Qudir

Published:
2018-06-23 16:24:33 BdST

নক্ষত্র নয়, জেতার জন্য চাই টোটাল ফুটবল


 

 

মেজর ডা. খোশরোজ সামাদ
---------------------------------------

ম্যারাডোনাকে চিনে আর্জেন্টিনাকে চিনেছে বিশ্ব । এই মহামহাতারকাকে ভালবেসেই আর্জেন্টিনাকে ভালবেসেছে বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমী দর্শক । এর পরেও অনেক জ্বলজ্বলে নক্ষত্র সমৃদ্ধ হয়েছে এই দেশটি ।এত এত তারকায় সমৃদ্ধ হয়েও আর্জেন্টিনা ট্রফি নিজের ঘরে তুলতে পারে নি ।

২। ফুটবল ১১ জনের খেলা ।তারকা খেলোয়াড়কে সফল করতে হলে অন্যান্য খেলোয়াড়দের সমান দায়িত্ব ও দক্ষতা নিয়ে খেলতে হবে । আজকে ক্রোয়েশিয়ার সাথে খেলবার সময় ডিফেন্ডারেরা বল সামনে ঠেলে দিতে নির্ভরযোগ্য কাউকে পায় নি। মিড ফিল্ডকে ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল ।ফলে পুরো দলকে অনিরাপত্তায় ভুগতে ভুগতে বার বার ভুলের ফাঁদে পা দিতে হয়েছে । 'সূর্যের মত তারকা ' মেসি পায়ে বল পেতে বারবার পিছনের দিকে তাকিয়ে হতাশার সাগরে ভেসে গেছে । ।গোঁদের উপর বিষফোঁড়া ছিল গোলরক্ষকের দুর্বল পারফরমেন্স । কোন সুসংঘটিত টিম ওয়ার্ক দেখাতে পারে নি দলটি ।কোচের ক্ষমার অযোগ্য ভুলগুলি আর্জেন্টিনার পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে।

৩। শুধুমাত্র দুই একজন তারকার উপর ভর করলে' টোটাল ফুটবল ' মুখ থুবড়ে পরে।ফুটবল যেমন আমাদের অসীম আনন্দ দেয় ।তেমনি যোগবিয়োগ একটু ভুল হলেই সেই ফুটবলই হয়ে উঠে নিষ্ঠুর । আজেন্টিনার জয়-পরাজয়ের উপর বিশ্বের অসংখ্য ফুটবলপ্রেমীদের সাথে বাংলাদেশের কোটি কোটি দর্শকের আবেগ -উদ্দীপনা -উচ্ছাস জড়িত ছিল ।সেই আবেগকে পায়ে দলে ,অসংখ্য দর্শককে কাঁদিয়ে বিদায় নিতে হল মেসিকে , বিদায় নিতে হল আর্জেন্টিনাকে ।

____________________________

মেজর ডা. খোশরোজ সামাদ।
আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।

এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়