Ameen Qudir

Published:
2018-06-11 18:10:32 BdST

বাংলাদেশ নামে দেশ আছে ম্যারাডোনা জানতেনই না


 


বিশ্বকাপ ডেস্ক ________________

বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশে ঘরে বাইরে এখন ব্রাজিল , আর্জেনটিনা মহাযুদ্ধ চলছে। সবার পরিচিত মেসি ম্যারাদোনা রোনালদোসহ বর্তমান টিমের খেলোয়াড়দের নাম।
মাইলকে মাইল লম্বা পতাকা বানানো হচ্ছে। বিল্ডিং রাঙানো হচ্ছে। ঢামাডোলে কাঁপছে বাংলাদেশ।
কিন্তু এই সব দেশের লোকজন কিংবা মেসি মেরাডোনা বা রোনালদোরা কি আদৌ বাংলাদেশকে চেনে।
সেই কাহিনির বাস্তব চিত্র উঠে এলো বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত সুরজন ডা. গুলজার হোসেন উজ্জ্বলের কলমে।
তিনি বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের বরাতে জানাচ্ছেন দৃষ্টান্তমূলক এক ঘটনা। এটা যেমন ম্যারাডোনার ক্ষেত্রে সত্য। তেমনি সত্য ব্রাজিলিয়ানদের ক্ষেত্রেও।
______________


ডা. গুলজার হোসেন উজ্জ্বল লিখেছেন------

ম্যারাডোনার সাক্ষাত পেয়েছিল একবার এক বাংলাদেশি সাংবাদিক। নব্বইয়ের দশকে। ম্যারাডোনার তখন দারুন ক্রেইজ।

সাংবাদিক: আপনি কি জানেন বাংলাদেশের মানুষের মধ্যে আপনাকে নিয়ে আপনার দেশকে নিয়ে কতটা উন্মাদনা?
ম্যারাডোনা: বাংলাদেশ!! সেটা কোথায়?
সাংবাদিক: এটা এশিয়া মহাদেশের ছোট একটা দেশ।

সাংবাদিক বুদ্ধিমান মানুষ। বুদ্ধি করে সাথে একটা ম্যাপ নিয়ে গিয়েছিলেন। তিনি ম্যাপ খুলে দেখালেন- এই যে এটা হলো বাংলাদেশ।

ম্যারাডোনা বললেন " আচ্ছা তুমি তাহলে ইন্ডিয়ান"।

সাংবাদিক প্রাণপনে মাথা নেড়ে বললেন নানা এটা ইনডিয়ার পাশে আলাদা একটা স্বাধীন দেশ।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়