Ameen Qudir

Published:
2018-02-04 19:39:38 BdST

দুই ইনিংসে সেঞ্চুরি দিয়ে হাথুরুকে উচিত জবাব তারই "ত্যাজ্য শিষ্য"র


 

ডা. সুনীল রায়
____________________________


এমনটাই প্রত্যাশা ছিল বাংলাদেশের কোটি ক্রিকেটানুরাগীর। শ্রী লঙ্কার নবীন খেলোয়াররা অনন্য খেললেও দলটির বর্তমান বস কোচ এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরু সিংহের র মন ভাল নেই। মুখ দেখাবার জো নেই।
যে মেধাবী মমিনুলকে তিনি পরিত্যাজ্য করে রেখেছিলেন, সেই দু:খী বালক এখন দক্ষ "অভিভাবকহীন" বাংলাদেশ দলের নয়নের মনি।
ক্রেডিট দিতে হবে লিটন দাসকেও।


পঞ্চম দিনে বাংলাদেশ দল যখন পরাজয়ের আশঙ্কার মধ্যে পড়েছিল, সেই দলকে গৌরবের আসনে অভিষিক্ত করলেন মমিনুল ও লিটন।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। তার ও লিটনের দারুণ ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে দৃঢ় ভিতের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ।

 

Image result for mominul liton

 

 

সান্দাকানের বলে সিঙ্গেল নিয়ে দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কে যান মুমিনুল। ১৫৪ বলে সেঞ্চুরি পেতে হাঁকান ৫টি চার ও দুটি ছক্কা।

১৩ টেস্টের সেঞ্চুরি খরা কাটান প্রথম ইনিংসে। খেলেন ১৭৬ রানের দারুণ ইনিংস। পরের সেঞ্চুরির জন্য মোটেও অপেক্ষা করতে হল না। পেয়ে গেলেন দ্বিতীয় ইনিংসেই।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিফটি পেলে সেটাকে সেঞ্চুরিতে পরিণত করার অভ্যাস ধরে রেখেছেন মুমিনুল। চট্টগ্রামের এই মাঠে তার কোনো ফিফটি নেই, সেঞ্চুরি আছে পাঁচটি!

 

মুমিনুল ২৬ টেস্টে পেয়ে গেলেন ষষ্ঠ সেঞ্চুরি। ৬১ টেস্টে তার সমান সেঞ্চুরি মোহাম্মদ আশরাফুলের। প্রথম সেঞ্চুরিতে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে স্পর্শ করেছিলেন মুমিনুল। পরেরটিতে ছাড়িয়ে গেলেন তাদের।


এ লেখা পর্যন্ত
বড় জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন মুমিনুল হক ও লিটন দাস। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে দুই জনে গড়েছেন দেড়শ রানের জুটি।

তাদের জুটির রান পঞ্চাশ স্পর্শ করে ৮০ বলে। তিন অঙ্কে যায় ১৫৯ বলে। দেড়শ হলো ২৫৩ বলে।

৬৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৪ রান। মুমিনুল ৯৯ ও লিটন ৬৫ রানে অপরাজিত। স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে এগিয়ে ৩৪ রানে।

________________________

ডা. সুনীল রায় , চট্টগ্রাম মেডিকেল কলেজ ।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়