Ameen Qudir

Published:
2016-11-30 21:25:40 BdST

আসিফ পাগল : মুশফিক : জুয়ার অভিযোগ আসিফের


ডাক্তার প্রতিদিন খেলা
_______________________


টিম বাংলা দেশের কাপ্তান মুশফিক আর গায়ক আসিফ আকবরের কথার লড়াই তুঙ্গে।
একে অপরকে গালমন্দের চলছে ফুলঝুড়ি।
লড়াইয়ের আসল পুজি বিপিএলকে ঘিরে। ক্রিকেট জুয়া, ম্যাচ ফিক্সিং-এর অভিযোগকে ঘিরে।
কথাতেই একে অপরকে কুপোকাৎ করতে তারা প্রস্তুত।
মুশফিক কম কথার হলেও এবার আসিফকে পাগলা বলতে ছাড়ে নি।
আর কথাপটু আসিফ বললো, তার যা ক্রিকেট অভিজ্ঞতার বয়স , মুশফিকের বয়স তা হয় নি।

আমি ৩২ বছর ক্রিকেটে, মুশফিকের বয়স এখনো ৩২ হয়নি ।
বেশ জমেছে লেটোর গান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি আসরে অন্যতম দল বরিশাল বুলস
টানা ৬ ম্যাচ হেরেছে গোহারা। তাই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছে দলটির অ্যাম্বাসেডর আসিফ ।
তার কথামালা চলছে যথারীতি ফেসবুকে। একটার পর একটা কামান দেগে চলেছে। বেচারা নবীন মুশফিক কি করে।
২৯ নভেম্বর টানা ৬ নম্বর ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে আসিফকে পাগল বলে পাল্টা কামান দেগে দেয় বরিশালের অধিনায়ক মুশফিকুর।

উল্টোয় আসিফ বলছে, , ‘ভালো আছি এখনো পাগল হয়নি। এদিকে টানা ৬ ম্যাচ হেরে টেম্পার হারিয়েছে মুশফিক। এ নিয়ে আমার কোন বক্তব্য নেই। আমি বত্রিশ বছর ধরে ক্রিকেট মাঠে। মুশফিকের বয়স এখনো বত্রিশ হয়নি। ক্রিকেটের সব খবরই আমি জানি। হয়তো ওর মতো আমার ক্যারিয়ার হয়নি। কিন্তু এসব বিষয়ে ঠান্ডা থাকা ভালো। মুশফিক ভালো ছেলে। ও নিজেও কাল স্ট্যাটাস পড়ে হোটেলে হেসেছে। কিন্তু প্রেস কনফারেন্সে সাংবাদিকদের ফেস করতে হবে তো! প্রেসের মুখোমুখি হয়ে উত্তেজিত হওয়া যায় না। আমি ওর কথায় কিছু মনে করিনি।

আসিফ লেখেন, ১৭, ১৮, ১৯ এবং ২০ নম্বর ওভারগুলো ব্যাটসম্যানরা হয়ে যায় প্রতিবন্ধী আর বোলাররা হয়ে যায় বাঘ। টি-টোয়েন্টি ক্রিকেট জুয়ার অপর নাম। দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে, আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে। আমার দল বরিশাল বুলসের বিদেশি ও দেশি খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত, প্রমাণ নেই। তবে বিসিবি এবং আকসু যদি তীক্ষ্ম দৃষ্টি দেয়, অবশ্যই তারা প্রমাণ খুঁজে পাবে।

দেখা যাক, মুশফিক এই তীব্র তীর কেমন করে সামলায়।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়