Ameen Qudir

Published:
2017-04-05 14:35:47 BdST

'নো ম্যাশ,নো ক্রিকেট ইন বাংলাদেশ '


 

রাকিব উদ্দিন
_________________________


ক্রিকেট!!!!শুধু একটি খেলা নয় এটি এখন বাংলাদেশের আবেগের নাম।কোটি কোটি বাঙালীর হৃদস্পন্দনের নাম।সেই ৯৭ এর আইসিসি ট্রফি জয় দিয়ে এক নতুন যুগে প্রবেশ করেছিল বাংলাদেশের ক্রিকেট।

এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের অবস্থানে আসতে সমর্থ হয়েছে বাংলাদেশের ক্রিকেট।তবে সবচেয়ে বড় পরিবর্তনটা হয়েছে ২০১৫ এর বিশ্বকাপে।আর তা সম্ভব হয়েছে বাংলাদেশের আরেক মহানায়ক মাশরাফি বিন মর্তুজার হাত ধরে।যে ছেলেটি হাঁটুতে ১০-১২বার অস্ত্রোপাচার হওয়ার পরেও পায়ে ব্যান্ডেজ বেঁধে দেশের জন্য মাঠে নামে।


যে ছেলেটি ২০০৭এ ধরে দিবানি বলে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনকে ধ্বসিয়ে দিয়েছিল।যে ছেলেটি কার্ডিফে২০০৫ সালে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছিল।যে ছেলেটির সুনিপুন ক্যাপ্টেন্সিতে বিশ্বকাপে ইংল্যান্ড কে কুপোকাত করেছিল।আজ সেই ছেলেটিই কিনা সবাইকে অবাক করে দিয়ে বলে অবসর নিব!!!!


নতুনদের সুযোগ দিব!!!আরে ভাই শেন ওয়ার্ন তো সে যুগে স্টুয়ার্ট ম্যাকগিল কে জায়গা ছেড়ে দেয়নি নতুনকে সুযোগ দিতে???হে ম্যাশ!!!তোমার হাতে বাংলাদেশ সবেমাত্র হাঁটতে শিখছে এ অবস্থায় তুমি কি করে হাতটা ছেড়ে দিতে চাইছ???মানলাম শরীর কুলোয়না বলে টেস্ট খেলোনা কিন্তুু টি২০???যে তুমি স্বপ্ন দেখিয়েছ চোখে চোখ রেখে জিতব বলে মাঠে নামতে,শিখিয়েছ বাঘা বাঘা বোলারদের সজোরে পেঠাতে,শিখিয়েছ মাথা ঠান্ডা রেখে চাপের মুখে জয় ছিনিয়ে আনতে,দেখিয়েছ বুড়ো হাড়ের ভেল্কিতে উইকেট তুলে নিতে,বলেছ লিগের চেয়ে দেশ বড়।

আজ সেই তুমি ঠুনকো অজুহাতে হাঁটতে শেখা বাংলাদেশকে ছেড়ে দিচ্ছ কি কারণে???তুমি কি নোংরা রাজনীতির শিকার???ক্রিকেটের ক না বুঝা পাপনের শিকার??ক্রিকেট পাপনের বাপের সম্পত্তি না,হাতুরু ভাল কোচ মানছি কিন্তুুু তাই বলে সে যা বলবে তা হাদিস হয়ে যাবেনা।

পাপন হাতুরুর ষড়যন্ত্রের শিকার নাসির,মাহমুদুল্লাহ অল্পের জন্য বেঁচে গেল,এখন ম্যাশ শিকার হতে চলেছে,আরে পাপন যে আইসিসি সভায় এখন কিছুটা পাত্তা পায় তা এই ম্যাশের নেতৃত্বে বাংলাদেশের পারফরম্যান্সেরই অবদান।আর পাপন-হাতুরু যদি ষড়যন্ত্র নাইবা করবে তাহলে নতুন অধিনায়কের নাম নির্ধিদ্বায় পাপন বলে কেমনে???বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষ পাপনের এসব মাতব্বরি কখনোই মেনে নেবেনা।হে ম্যাশ জানিনা আমার এই আহবান তোমার কাছে যাবে কিনা তারপরও বলছি তুমি এখন যেওনা বাংলাদেশ এখনও মাত্র তোমার হাত ধরে হাঁটতে শিখেছে একটু, আর কয়েকটা বছর থেকে দৌঁড়ানোটা শিখিয়ে দাওনা!!!তারপর না হয় আমরা সবাই মিলে তোমাকে কাঁধে তুলে বিদায় জানাবো যেভাবে শচীনেরটা হয়েছিল।তোমার মত যোদ্ধার বিদায় বিদেশের মাটিতে এভাবে হতে পারেনা ম্যাশ!!মাননীয় প্রধানমন্ত্রী আপনি হস্তক্ষেপ করুন ম্যাশকে যেতে দিবেন না।আর পাপনরে পারলে সরান সে ক্রিকেট ধ্বংস করে দিবে!!!ম্যাশ তুমি যেওনা একটা বার ভেবে দেখ মাঠের ভেতর ঢুকে তোমাকে ঝড়িয়ে ধরা ভক্তটার কথা!!!তুমি এভাবে অসময়ে চলে গেলে ইতিহাসের কাঁটগড়ায় তোমাকে দাঁড়াতে হবে!!তুমি একা সিদ্ধান্ত নিতে পারনা ম্যাশ এই অধিকার তোমার নেই কারণ তুমি তোমার নও তুমি ১৭কোটি বাঙালীর,তুমি বীর বাঙালীর,তুমি লাল সবুজের,তুমি আমাদের অহংকার মাশরাফি বিন মর্তুজা কৌশিক।ফিরে এসো!!ফিরে এসো!!!লিওনে মেসিকে আর্জেন্টাইনরা ফিরিয়ে এনেছিল আমরা বাঙালীরাও তোমাকে ফেরত আনব ম্যাশ সেটা যুদ্ধ করে হলেও।নো ম্যাশ,নো ক্রিকেট ইন বাংলাদেশ।

________________________

রাকিব উদ্দিন

Internship at Ibrahim Iqbal Memorial Hospital (Pvt) Limited
Former Studying at BGC Trust Medical College

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়