Ameen Qudir

Published:
2017-06-12 18:44:04 BdST

আন্তরিক হলে সরকারী হাসপাতালেই উন্নত চিকিৎসা দেয়া সম্ভব


 

 

 

 

 

অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক
_____________________________

 

অনেক দিন হলো সরকারী চাকুরি করছি না । তবে বাংলাদেশের অনেক মেডিকেল কলেজ হাসপাতালে কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি সরকারের সদিচ্ছা থাকলে এবং আমরা যারা চিকিৎসা সেবায় নিয়োজিত তাঁরা আন্তরিক হলে সরকারী হাসপাতালেই উন্নত চিকিৎসা দেয়া সম্ভব ।

 

সরকারী হাসপাতালে কিছু আধুনিক যন্ত্রপাতি এবং ঔষধের অপ্রতুলতা হয়তো আছে কিন্তু বর্তমান বাস্তবতায়
এগুলোর ব্যাবস্থা করা আমাদের সরকারের পক্ষে অসম্ভব নয় ।

 

যে দেশে পদ্মা সেতু হতে পারে সে দেশে সাধারণ মানুষের চিকিৎসা কেন হবে না তা আমার বোধগম্য নয়।

আমি চেম্বারে রোগী দেখি।
প্রয়োজনে ভর্তি যোগ্য হলে সরকারী হাসপাতালে রেফার করি।কিন্তু দুঃখের বিষয় বেশির ভাগ রোগীর আত্মীয় স্বজন হাসপাতালে নিতে চান না ।

ডাক্তার ,নার্স দের সংখ্যা অনেক বেশি এখন তুলনায়, বেসরকারি হাসপাতালে এই সংখ্যা নিশ্চয়ই এর চাইতে বেশি না।তবুও কেন এই প্রবণতা?

 

গরীব রোগীদের বেলায়ও একই অবস্থা ।তারাও বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান ।আমার রোগীদের বেলায় যদিও সংগে একজন সংগী দরকার তাই হয়তো সরকারী হাসপাতালে ভর্তি হতে চান না ।
অন্য রোগীদের বেলায় এটা প্রযোজ্য নয়।
এত কিছুর পরও আমাদের হাসপাতাল গুলোতে উপচে পড়া ভিড় ।এটাই কি প্রমাণ করে যে আমাদের বেশির ভাগ জনগণ আমাদের চিকিৎসা সেবায় আশ্বস্ত?

__________________________

অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক, প্রখ্যাত লোকসেবী চিকিৎসক । মনোরোগ বিশেষজ্ঞ ।

আপনার মতামত দিন:


সাক্ষাৎকার এর জনপ্রিয়