Ameen Qudir
Published:2018-02-12 15:38:04 BdST
একটি কাল্পনিক সাক্ষাৎকার :দুই আর দুই পাঁচ হয় কখন?যখন মানুষ মন্ত্রী হয়
অধ্যাপক ডা.অনির্বাণ বিশ্বাস
____________________________
এ মুহূর্তে কী ভাবছেন?
– আমার সাক্ষাৎকার নিচ্ছেন তো! না জানি আপনি কতটা টেনশনে আছেন!
অবসর সময়ে কী করেন?
– দাঁত দিয়ে নখ কাটি।
আপনার একটি গুণ ও একটি দোষ বলুন।
– আমি সত্য কথা বলি। আমি মিথ্যা কথা বলি।
আপনি কখন আপনার স্ত্রীর কথামতো চলেন?
– এটি একটি চলমান প্রক্রিয়া। চলতেই থাকে। সমস্যা হলো, ওর কথামতো চললেই অ্যাক্সিডেন্ট হয়!
আপনার কোনো তরুণী ভক্ত এসে আপনাকে বলল, ‘স্যার, আমি আপনাকে ছাড়া বাঁচব না’। আপনি কী বলবেন?
– আমি তাকে বলব, ‘আমিও তোমাকে ছাড়া বাঁচব না। তুমি যদি আমার পেশেন্ট না হও, খাব কী?’
আপনার সফলতা কি??
– দুঃখের স্মৃতি আমি খুব দ্রুত ভুলতে পারি-এটি আমার একটি বড় সফলতা।
আপনাকে সবচেয়ে ভালোবাসে কে?
– নিঃসন্দেহে মশা। সারা দিন যেখানেই থাকুক না কেন, রাত হলেই আমার কাছে চলে আসে। গুনগুন, ভনভন, পিনপিন-ইশ্ কত্ত যে টালবাহানা!
খাল কাটলে কুমির আসে, আর পুকুর কাটলে আসে···
– গভীরতা।
অল্প বিদ্যা ভয়ঙ্কর-কথাটা কোথা থেকে এসেছে, বলতে পারেন?
‘অ’-এ অনির্বাণ··· ‘আ’-এ আত্মদহন।
দুই আর দুই পাঁচ হয় কখন?
– যখন মানুষ মন্ত্রী হয়।
পকেটমার কেন পকেট মারে?
-সবাই কী আর এক হয়? কেউ কেউ দায়িত্ব ও কর্তব্য পালনে সচেতন।
আপনার প্রিয় উক্তি কী?
– LOVE-এর খাতায় শূন্য থাকে···
-------------------------------------------
- অধ্যাপক ডা.অনির্বাণ বিশ্বাস, কলকাতার প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। চিন্তক। কবি।
আপনার মতামত দিন: