Ameen Qudir
Published:2020-01-06 23:00:43 BdST
জীবনের অতি দরকারি ২০ পরামর্শ
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্য সাহিত্যের পথিকৃৎ
________________________
জীবনের নিষ্ঠুর সত্য
সময় সবচেয়ে মুল্যবান সম্পদ কি ভাবে ব্যয় করবেন ভাবুন ।
১। অপরাজেয় এমন ভাবনা থাক । মরতেই হবে একদিন কিন্তু কবে কখন কেউ জানেনা ।
২। প্রিয় জন , ভালবাসার মানুষ সবাই মরবে কিন্তু কখন কেউ জানেনা ।
৩। ঐহিক সম্পদ বিত্ত আরও ভাল করতে পারবেনা , সুখী করতে পারবেনা ।
৪। সুখ বাতিক গ্রস্ত হয়ে খোঁজা এটি অর্জনের পথে প্রধান বাধা ।
৫। সময় দান অর্থ দানের চেয়ে শ্রেয়তর ।
৬। সবাইকে সুখী করতে পারবেন না করতে চাইলে নিজেকে হারাবেন ।
৭। আপনি নিখুঁত হতে পারবেন না আর নিজেকে অবাস্তব পর্যায়ে
টেনে তোলা দুর্ভোগ অ্যানে ।
৮। আপনার চিন্তা ভাবনা আপনার অনুভূতির চেয়ে কম গুরুত্ব পূর্ণ আর অনুভূতি র চাই স্বীকৃতি ।
৯। কথার চেয়ে কাজ বেশি ঘোষিত তাই সবার দায়বদ্ধতা থাকা উচিত ।
১০। আপনার অর্জন আর সফলতার সাথে মৃত্যু শয্যার কোনও সম্পর্ক নাই
১১। অবিরাম প্রচেষ্টা আর চর্চা ছাড়া প্রতিভার মুল্য নাই ।
১২। বর্তমানই মুল্যবান তাই অতীত রোমন্থন আর ভবিষ্যৎ পরিকল্পনা করে সময় অপচয় করা ঠিক না ।
১৩। আপনার জীবন কঠিন এ নিয়ে কারো মাথা ব্যথা নাই আপনি হবেন আপনার জীবনের গল্পের লেখক ।
১৪। আপনার কথা আপনার ভাবনার চেয়ে গুরুত্ব পূর্ণ ,তাই অন্যকে অনুপ্রাণিত করুন ।
১৫। নিজের প্রতি বিনিয়োগ কিন্তু স্বার্থ পরতা নয় , খুব মুল্যবান যা করতে পারেন ।
১৬। কি ঘটলো তা বড় কথা নয় , কিভাবে সাড়া দিলেন এতে তা গুরুত্ব পূর্ণ ।
১৭। সম্পর্ক আরও উন্নত করতে হবে স্থায়ী সুখের জন্য ।
১৮। আনন্দ আমোদ সাময়িক , আর ক্ষিপ্র গামী , তাই ছায়া বাজির পিছনে না ছুটে ভাল কোনও কিছু নির্মাণ করুন ।
১৯। পুরন না হলে আকাঙ্খার কোনও দাম নেই তাই কাজে নামতে হবে এখনই ।
২০। সময় হল সবচেয়ে মুল্যবান সম্পদ । অগ্রাধিকার ঠিক করে কিভাবে ব্যয় করবেন ঠিক করুন ।
আপনার মতামত দিন: