ডা শাহাদাত হোসেন

Published:
2022-09-22 20:07:34 BdST

পায়ের ঘা সারছে না: এখনই ডাক্তার দেখান




অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
_____________________

পায়ের ঘা সারছে না? ডায়াবেটিস না তো ?ডায়াবেটিস নিউরোপ্যাথি? ডায়াবেটিস ফুট দেখার বিশেষজ্ঞ আছেন, দেখাতে পারেন।
ডায়াবেটিস ফুট আলসার না তো।
? পায়ের নখ বড় হতে দেবেন না।
প্রতিদিন কম গরম জলে পা ডুবিয়ে পরিস্কার করে এরপর ক্রিম লাগাবেন।
খালি পায়ে হাটা নয়।
মাপ মত জুতো।
পায়ে সাড়া নাই? ডাক্তার দেখান।


২.

ডায়াবেটিস নিয়ে কথা বলার সময় হার্ট, কিডনি,চোখ এসবের যত্ন নিয়ে কথা। ডায়েট,ব্যায়াম,নিয়ম মেনে ওষুধ। এসব কথা
আহারে পা পায়ের যত্ন নিয়ে কথা কম।
পায়ে ফোস্কা, টুটা ফাটা,ব্যথা,ক্ষত এসব দিকে নজর কম
রুটিন চেক করার সাময় ডাক্তারের পরামর্শ ঠিক ঠাক জুতা পরা পা পরীক্ষা করা এসব ভুলেই যান
যারা পেডিকিওর করেন তারা অবশ্য পদ যুগলের পরিচর্যা নিয়ে ভাবেন একটু আধটু।
অনেক দিন ডায়াবেটিস কন্ট্রোলএ নাই,আর শুরু হল এতে স্নায়ুর ক্ষতি।
অনেক সময় পায়ে এর প্রভাব পড়ে
বেখেয়ালি যারা বেশি এদের পায়ে ধরতে পারে পচন। গ্যাং রিন।
পা কেটে ফেলতে হয়।উফফ।অথচ পায়ের খেয়াল রাখলে এমন হত না। পা প্রতি দিন দেখবেন কোন টুটা ফাটা,ক্ষত আছে কিনা,পা কুসুম গরম পানিতে ডুবিয়ে রাখুন।পায়ের ত্বকের আদ্রতা ঠিক থাক।আর পায়ে পরবেন মাপ মত জুতো।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়