SAHA ANTAR

Published:
2022-07-04 17:34:39 BdST

শিশুদের রেটিনোব্লাস্টোমা: মারাত্মক রোগ ! যে সব উপসর্গ দেখে সতর্ক হবেন



পাঁচ বছরের কমবয়সি শিশুরা ‘রেটিনোব্লাস্টোমা’ নামক রোগে আক্রান্ত হয়। রইল এই রোগের উপসর্গের তালিকা।

সংবাদ সংস্থা
__________________

শিশুদের চোখের সমস্যার মধ্যে সবচেয়ে মারাত্মক হল ‘রেটিনোব্লাস্টোমা’। এটি মূলত কর্কট রোগ। যা রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে। তবে সবার এই ধরনের রোগ হয় না। ১৫ থেকে ১৮ হাজার শিশুর মধ্যে হয়তো এক জন এই ধরনের ক্যানসারে আক্রান্ত হয়। বংশগত কারণেও হতে পারে এই রোগ। পরিবারে কারও এই রোগ থাকলে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৫০ শতাংশ বেশি।

এই রোগের উপসর্গ কী?

১) রেটিনায় সাদা রঙের একটি মাংসপিণ্ড তৈরি হওয়া

২) দুর্বল দৃষ্টিশক্তি
Ads by

৩) চোখ লাল হয়ে যাওয়া

৪) চোখ ফুলে যাওয়া

সন্তানের চোখে এই পরিবর্তনগুলি লক্ষ করলে দেরি না করে শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

কোন বয়সের শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি?

সাধারণত, পাঁচ বছরের কমবয়সি শিশুদের চোখেই এই রোগ বাসা বাঁধে। দশ বা তার বেশি বয়সিদের ‘রেটিনোব্লাস্টোমা’-তে আক্রান্ত হওয়া আশঙ্কা খুবই কম। প্রাপ্তবয়স্কদের মধ্যে এই রোগ দেখা যায় না।

এই রোগের নিরাময় কী ভাবে সম্ভব?

প্রাথমিক অবস্থায় যদি ‘রেটিনোব্লাস্টোমা’ ধরা পড়ে, তা হলে এর পুরোপুরি নিরাময় করা সম্ভব। সময় মতো চিকিৎসা না করা হলে এই ক্যানসার মারাত্মক হয়ে উঠতে পারে। সাধারণত লেজার বা কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়। এ ছাড়া, অস্ত্রোপচারও করা হয়। ঠিক সময়ে চিকিৎসা না হলে দৃষ্টিশক্তি চলে যেতে পারে।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়