SAHA ANTAR

Published:
2022-06-11 18:24:52 BdST

২টি প্রেসক্রিপশনমাঝে মাঝেই অন্তত ১৮ ঘন্টা বা আরো বেশি সময়ের জন্য সজল উপবাস করুন


ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায় ডায়াবেটিস এনডোক্রাইনোলজি কনসালটেন্ট

 

 

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
ডায়াবেটিস এনডোক্রাইনোলজি কনসালটেন্ট
____________________________________

 

১.
ইমুনিটি বা প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত ভাবেই বাড়বে,যদি মাঝে মাঝেই অন্তত ১৮ ঘন্টা বা আরো বেশি সময়ের জন্য সজল উপবাস করা যায়।
এছাড়াও শরীরের বিভিন্ন জৈব রাসায়নিক বা অন্যান্য উপকার ও হয় বইকি।
এই করোনাকালে সম্ভবত কাজের জিনিষ।।

২.

Cyproterone Acetate, যে যৌগ টি হামেশাই ব্যবহার হয় PCOD র চিকিৎসায়, প্রেসক্রিপশন করেন অনেক গাইনিকলজিস্ট , Menstrual cycle বা ঋতুচক্র নিয়মিত করতে ( Krimson, Diane 35) সেই Anti testosterone যৌগ টি আমেরিকা যুক্তরাষ্ট্র অনুমোদন ই করেনি কখনো।
এর কাজ মূলত পুরুষালি শারীরিক কেশ এর এবং অন্যান্য অবাঞ্ছিত পুরুষালি উপসর্গ গুলি থামানো বা কম করা। মূল অসুখের এর ওপরে কোন কাজ ই নেই।
PCOD এখন প্রচুরতর, শতকরা ১০% তো বটেই, আরো বেশি হওয়াও বিচিত্র নয়।
আরেকটি অসুখ, Endometriosis সংখ্যার হিসেবে শতকরা ১০% এর বেশি। এটি মহিলাদের একটি খুব কষ্টকর অসুখ। এর তেমন ভালো চিকিৎসা নেই।
ভুল হলো, ছিলনা।
হরমোন বড়ি খেয়ে খেয়ে সাময়িক উপশম অবধিই। ব্যাস। বা, কখনো সখনো ল্যাপারোস্কোপিক কনফার্মেশন।
ঈদানীং প্রমাণ হয়েছে যে এটিও জীবনশৈলী ( Lifestyle) জনিত অসুখ এবং স্থূলতা এবং রক্তে ইনসুলিনের মাত্রা বেশি হওয়ার সঙ্গে এই অসুখ টি সম্পৃক্ত।
স্বভাবতই এর চিকিৎসা গতানুগতিক ভাবে গাইনিকলজিস্ট রা না করে করছেন এন্ডোক্রিনোলজিস্ট বা হরমোন ঘটিত রোগসমূহের চিকিৎসক রা।
হ্যাঁ, যারা ডায়াবেটিস এর চিকিৎসা করেন, তাঁদেরি কিছু সংখ্যক চিকিৎসক।
সুফল ও মিলছে বইকি। খুব বাড়াবাড়ি হলে সময় বেশি লাগবে, এই আর কি!
__________________________

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায় ভারতবর্ষের একজন শীর্ষ
ডায়াবেটিস এনডোক্রাইনোলজি কনসালটেন্ট ;তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষা নিয়েছেন। এমডি করেছেন। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও মাদ্রাজ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী।
তিনি বাংলা, ফরাসী , ইংরাজী সহ বহুভাষায় পারদর্শী।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়