Dr. Aminul Islam

Published:
2021-11-10 21:25:13 BdST

চিনির ছুরি লুকিয়ে চারপাশে, ঘায়েল করতে পারে যে কোন সময়ে


 


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
___________________
চিনির ছুরি কোথায় আছে লুকিয়ে ?

চিনির ফাঁদ পাতা ভুবনে কে কোথায় ধরা পড়ে কে জানে !
বিবর্তন আমাদের স্বাদ কোরককে এমন করেছে আমরা দ্রুত শক্তি পাবার অভিলাষে বেছে নেই তোমাকে হে প্রিয় তমা ।আমাদের খাবার সেই ছোট বেলা থেকে আমাদেরকে তোমার প্রতি ভালবাসা নিবেদন করতে আগ্রহি করেছে । এই ভাল বাসা যে আমাকে ভিখারি করে পরে আর তোমাকে রানী করে তা কি বুঝি আমরা ?

কোথায় নেই তুমি ?
সুবাসিত ফেনিল চিনি জল
রেগুলার সোডা
জুস ড্রিঙ্ক
এনার্জি ড্রিঙ্ক
স্পোর্টস ড্রিঙ্ক
সুইট টি
সু ইটেনড কফি ড্রিঙ্ক
চিনির শরবত
মিষ্টি , ডেজারট
কেক কুকিস ডনাটস , আইস ক্রিম । পেস্ট্রি । পাই , পুডিং , সুইট রোল
মধু আর সিরাপ
মশলা , সস
তৈরি খাবার
বিজ্ঞানীরা চিনিকে বলেন শ্বেত বিষ

তবু জেনে শুনে বিষ অনেকে করেছে পান
প্রাণের আশা ছেড়ে সঁপেছে প্রাণ

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়