Dr.Liakat Ali

Published:
2021-08-19 17:09:38 BdST

পুরুষেরও Breast Cancer হয়: জরুরি পরামর্শ 


 

ডা. মোহাম্মদ মহিউদ্দিন

প্রথিতযশা চিকিৎসক 
_____________________

সাধারণত পুরুষ Breast Cancer রোগী কালে ভদ্রে দেখি। কিন্ত গত মাসে পর পর দুইজন পুরুষ Breast Cancer রোগী দেখলাম।দুজনের বয়স ৫০ এর কাছাকাছি।প্রথমে ছোট একটা গোটা স্তনে দেখা যায়। কোন ব্যাথা ছিলনা।প্রায় সময় পুরুষদের Breast Cancer একটু দেরিতে ডায়াগনোসিস হয়।

রোগীকে যথারীতি ম্যামোগেরাম করানো হয়।ছবিতে টিউমার টি স্পস্ট দেখা যাচ্ছে।একজনের ডান স্তনে ও অন্যজনের বাম স্তনে টিউমার।সাথে সাথে Ultrasound ও কোর বাইওপসি করা হয় এবং ডায়াগনোসিস নিশ্চিত করা হয়।
সংখ্যা?
পুরুষের Breast Cancer এর হার খুবই কম।আমেরিকায় প্রতি বৎসর ২৫০০-২৭০০ পুরুষ Breast Cancer এ আক্রান্ত হয়ে থাকে এবং কানাডায় ২৩০-২৫০ জন।
মোটকথা পুরুষের Breast Cancer এর আক্রান্তের হার ১% চেয়েও কম।বাংলাদেশের সংখ্যাটা সঠিক জানা নাই।

কারন কি?

১।বয়স ৬০ এর বেশী হলে সম্ভাবনা বাড়ে।

২।পরিবারের কারো যদি Breast Cancer হয়ে থাকে, BRCA-2 Mutations থাকলে হতে পারে।

৩।লিভারের রোগ,মোটা শরীর, মারিজুয়ানা সেবন।

৪। বুকে Radiation Exposer হয়ে থাকলে।

TreatmentManagement :

সার্জারী,কেমোথেরাপী, রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপি (Stage & Histological finding অনুযায়ী)।

সুতরাং কোন পুরুষ যদি তার স্তনে গোটা অনুভব করেন তাহলে দেরী না করে ডাক্তার এর পরামর্শ করা উচিত।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়