ডেস্ক

Published:
2021-07-06 16:41:16 BdST

যে ৮ স্থানে ভুলেও মোবাইল ফোন রাখবেন না


 


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
________________________

ফোন রাখবেন না এ সব ৮ স্থানে স্বাস্থ্য রক্ষার জন্য

১। পিছন পকেটে ।
সহজে ভুল হয় মনে থাকেনা কোথায় ফোন । অনেক সময় ভেঙে যায় বা হারিয়ে যায় বা চাপ লেগে ডায়াল হয়ে যায় । ব্যহত হতে পারে রক্ত সং বহন , ব্যাথা হতে পারে পেটে বা পায়ে।
২। সামনের পকেটে ।
পুরুষদের জন্য বেশি বিপদের। দেখা গেছে স্মার্ট ফোনের
ইলেক্ট্রো ম্যগনেটিক বিকিরনের রয়েছে নেতিবাচক প্রভাব শুক্রানুর সংখ্যা আর মানের উপর।
৩। ব্রা ।
সবাই একমত না হলেও অনেক বিজ্ঞানীর ধারনা ব্রার ভেতরে ফোন রাখলে স্তন ক্যান্সারের ঝুকি বাড়ে
৪। ত্বকের সাথে লাগিয়ে ।
সেল ফোনে কথা বলার সময় ফোন রাখবেন মুখ থেকে ০.৫- ১.৫
সেন্টি মিটার দূরে। ত্ব কের সাথে লাগিয়ে রাখলে নষ্ট জীবাণু স্থানান্তর হবে আর হবে বিকিরন ।
৫। বালিশের নিচে।
বিকিরনের জন্য হতে পারে মাথা ঝিম ঝিম আর মাথাধরা । আর প্রতি নোটিফিকেশনে যদি স্ক্রিন আলোকিত হয় তাহলে মেলাটোনিন উৎপাদন হতে পারে ব্যাহত । রাতে ভাল ঘুম চাইলে ফোন রাখুন দূরে।
।৬। হিপে ।
ফোন ঊরু বা হিপের সাথে রাখলে নিতম্ব অস্থি হতে পারে দুর্বল
৭। সটরলার ।
ব্যাস্ত মা অনেক সময় সেল ফোন রাখেন বেবি সটরলারে । এতে বাচ্চাদের ক্ষতি হতে পারে অতি সক্রিয়তা বা এ ডি এইচ ডি ।
৮। চারজারে।
সারা রাত ফোন চার্জ করলে এর ব্যাটারির আয়ু কমবে , কমবে আয়ু ফোনের ও । চার্জ হলে অফ করে দিন।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়