Dr. Aminul Islam

Published:
2021-06-25 17:02:48 BdST

যে সব ওষুধ সিনিয়র সিটিজেন ব্যবহার করবেন সাবধানে


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
____________________________-

এসব ওষুধ সিনিয়র সিটিজেন ব্যবহার করবেন সাবধানে ।

বয়স পার্থক্য আনে। বয়স হলে যুবকের শরীরের মত তা কাজ করেনা । কল কব্জা বিকল হয় , জীর্ণ হয় , ক্ষয় হয়। পরিপাক নালি ওষুধ শুষে না আগের মত। লিভার কিডনিও আগের মত না।

১। বেদনা হর ওষুধ এন এস এ আই ডি । এরা ডায়াবেটিসের ওষুধ , পানি বর্ধক ওষুধ ব্লাড থিনার এদের সাথে ভাল সঙ্গি নয়।
২। পেশি শিথিল করার ওষুধ
৩। ডায়াবেটিসের কিছু ওষুধ
৪। এন টি হিস্টামিন
৫। কিছু ঘুমের ওষুধ
৬। কিছু দুশ্চিন্তার ওষুধ
৭। এন টি কলি নারজিক্স
৮। ট্রাই সাইক্লিক বিষণ্ণতা রোধী ওষুধ
৯। এন টি সাইকো টিক স
১০। সিমে টি ডি ন।
১১। কম্বিনেশন দ্রাগ
১২। ল্যাক্সা টিভ

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়