Dr. Aminul Islam

Published:
2021-04-19 15:13:26 BdST

নারীদের হার্ট এটাকের এক অবাক উপসর্গ


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী 

বাংলাদেশের স্বাস্থ্যাচার্য

-----------------------------------------

নারীদের হার্ট এটাকের এক অবাক উপসর্গ জানা গেল। 
আমেরিকান হার্ট এ্যাসোসিয়েশন বলছেন নারীদের হার্ট এটা কের চিকিৎসা হয় কম। আর পুরুষের তুলনায় নারিদের হার্ট এটা কের উপসর্গ অনেক সময় ভিন্ন।
বুকের ঠিক মধ্যি খানে চাপ বা ব্যাথা ।
চোয়ালে ব্যাথা ব্যথা চোয়াল বেয়ে ঘাড় পিঠ ।
উপর পিঠে ব্যাথা
বাহুতে ব্যাথা
সারা শরীর আচ্ছন্ন করা অবসাদ
বুক জ্বলা
ভাল্লাগছেনা ভাব
চিকিৎসা নিতে অনীহা , নিজের চেয়ে ঘরের , স্বামীর সুস্থতার দিকে বেশি নজর আর আমেরিকার মত দেশে ডাক্তারের সাক্ষাৎ পেতে পুরুষের চেয়ে নারীর অপেক্ষার সময় বেশি।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়