Dr. Aminul Islam

Published:
2021-04-13 19:38:49 BdST

২০টি মোক্ষম প্রেসক্রিপশন :জীবন বাঁচাতে, জীবন সাজাতে


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী 

-------------------------------------

জীবনের কঠিন আর নির্মম শিক্ষা মানুন না মানুন
১। জীবন শুরু। বিরাম নাই। প্রতিটি সিদ্ধান্ত মুল্যবান
২। আপনার অনলাইন বন্ধুদের খুব কম কয়েক জন আসবেন আপনার পাশে বিপদে। এমন সব বন্ধু হতে পারে যারা খূব সদয় আর উপকারি ।
৩। প্রেমে পড়লে , হৃদয় ভাঙার ঘটনার জন্য তৈরি থাকা ভাল। খুব বেদনা হবে হৃদয়ে । নির্মম সত্য।
৪। জীবনে পড়া শেষ হয়না । উন্নতি করতে হলে পড়তে থাকতে হবে।
৫। জীবনে সব চেয়ে গুরুত্ব পূর্ণ মানুষ আপনার পরিবারের সদস্য । অবশ্য সদস্য না এমন মানুষ ুরুত্ব পূর্ণ হতে পারে , বিপদে যারা পাশে দাড়ায় । তাদের যত্ন করুন, খেয়াল নিন। তাদের ভাল রাখুন।আর আপনার আত্মীয় নন এমন মানুষ বা আপনার ধারনার বাহিরে এমন মানুষ হতে পারেন আপনার সত্যিকারের বিপদের বন্ধু ,।
৬। নিজের দুর্বলতা নিয়ে ভাবনার কিছু নাই। এদের গ্রহন করুন। গুরুত্ব পূর্ণ হল নিজের শক্তি , সক্ষমতা । এসব আরও উন্নত করুন।
৭। ইপ্সিত কৃতিত্ব বা সুফল পেতে লাগে বছরের পর বছর। লক্ষ্যে দ্রুত পৌছানো যায় না। আপনার ভাবনার চেয়ে বেশী সময় লাগতে পারে পৌছা তে।
৮। জীবনে বেড়ে উঠার , সমৃদ্ধি র সুযোগ আসেনা আরামে থাকলে। স্বস্তিতে থেকে তা অর্জন করা যায়না নিজের আরাম ছেড়ে বেরুনো তে অভ্যস্ত হন। অস্বস্তির অঞ্চলে ঢুকুন , লড়াই করুন।
৯। সম্পর্ক ভেঙে গেলে আর একে নিয়ে থাকা ঠিক না । যেতে দিন। আর সামনে এগোন ।
১০। পৃথিবী অনিয়ম আর অবিচারে ভর্তি । জীবনে চারপাশে অনেক অন্যায় ঘটবে , এসবের মুখামুখি হবে,ন। তৈরি হন।
১১। কঠোর শ্রম যারা করে ভাগ্য তাদের প্রতি প্রসন্ন হন। যারা অপেক্ষা করে ,নড়ে চড়ে না ভাল জিনিষ এদের কাছে আসেনা । ধৈর্য আর কঠোর শ্রম হল সৌভাগ্যের প্রসুতি ।
১২। শুরু করার কোন ও জিরো আওয়ার বা শুভ মুহূর্ত বলে কিছু নাই। কিছু করতে চাইলে এখন শুরু করুন। ভাল মুহূর্তের জন্য অপেক্ষা নয় এটি কখনো আসবে না।
১৩। আপনি সর্বত্র থাকা আর সব কিছু পাওয়া এ দুটো সম্ভব করতে পারবেন না। সঠিক পছন্দ নির্ণয় করুন। আর যেগুলো গুরুত্ব পূর্ণ সে গুলোতে লেগে থাকুন।
১৪। জীবনে আসা পরিচিত হওয়া সবাইকে মূল্যায়ন করুন কাউকে একেবারে অবশ্য সুবন্ধু এমন নাও হতে পারে ।
১৫। অভিজ্ঞতা আর আবেগ অনুভুতি হল জীবনে শ্রেষ্ঠ বিনিয়োগ । বাড়ি গাড়ি , আর জমি এসব প্রচলিত জিনিষ এখন খুব প্রাসঙ্গিক নয়। আবেগ অনুভুতি, স্মৃতি , অভিজ্ঞতা , জ্ঞান এসব হল ধর্তব্য বিষয় ।
১৬। পরে মানে হয়ত আর নয় । কিছু ফেলে রাখবেন না । করে ফেলুন।
১৭। সফলতা মানে ধৈর্য , তিতিক্ষা । হাল ছাড়বেন না। স্বপ্নের পেছনে লেগে থাকুন। লেগে থাকা কঠিন কিন্তু এই লড়াই আনতে পারে জয় ।
১৮। প্রতিদিন শরীর চর্চা করতে হবে। সুস্বাস্থ্যএর জন্য , সুষম খাবার গ্রহন , আর ব্যায়াম করা চাই । শরীর আর মনের যত্ন নিন। সুনিদ্রা চাই।
১৯। ব্যর্থতা মন খারাপের নয় । জয়ি হলে তা আর মনে থাকেনা। অসফল হতে ভয় পাবেন না।
২০। কেউ আপনাকে সাহায্য করবে না । নিজেকে নিজে সাহায্য করতে হবে।

mansueto ventures er Inc. Magazine এর কিছু পরামর্শ আর নিজের চিন্তা মিল্যে এই ২০ টি মনের প্রতিফলন।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়