ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-20 21:19:13 BdST

জেনে নিন করোনাকালে ডায়াবেটিসে ইনসুলিন কিভাবে দিতে হয়


ডা. অসিত মজুমদার

____________________

 

করোনা সময়কালে ডায়াবেটিস রোগীদের অনেককেই এখন নতুনভাবে ইনসুলিন নিতে হয়। কিন্তু অনেকেই ইনসুলিন কিভাবে নিতে হয় সে সম্পর্কে ধারণা নেই। আশা করি নীচের তথ্যগুলো একবার পড়লে ইনসুলিন দেয়ার নিয়ম জেনে যাবেন।
১) সহজে দেয়া যায় আপনার চিকিৎসকের পরামর্শমত এরকম কলম জাতীয় ইনসুলিন কিনবেন।
২) অবশ্যই আলাদাভাবে সূঁই কিনতে হবে।
৩) হ্যান্ড স্যানিটাইজার এবং তুলা কিনতে হবে।
৪) ইনসুলিন ফ্র্রীজের ডীপে রাখবেন না। ডীপের বাইরের অংশে নরমালে রাখবেন।
৫) আপনার চিকিৎসকের নির্দেশমত ইনসুলিনের ডোজ এডজাস্ট করবেন।
৬) ইনসুলিনের কলম নিয়ে তার সঙ্গে সূঁই ফিটিং করবেন। সূঁইয়ের ক্যাপ আগেই আলাদা করে নিবেন।
৭) হাত অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নিবেন।
৮) পিছনের অংশ ঘুরিয়ে আপনার ইনসুলিনের ডোজ তীরচিহ্ন বরাবর ঠিক করবেন।
৯)এরপর যেখানে দিবেন বিশেষ করে নাভীর দুইপাশে একটু দূরে চর্বিসহ চামড়ার সেই অংশ জীবাণুমুক্ত করে টেনে তুলে সূঁই ঢুকাবেন ৯০ ডিগ্রী বরাবর।
১০) এরপর পিছনে চাপ দিয়ে ১০ সেকেন্ড ধরে রাখবেন।
১১) এরপর সূঁইসহ কলম টেনে তুলে ক্যাপ দিয়ে সূঁই ঢেকে রাখবেন।
১২) একটা সূঁই আপনার প্রয়োজনমত কয়েকবারও ব্যবহার করতে পারেন।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়