Ameen Qudir

Published:
2020-01-06 17:25:08 BdST

সহকর্মীর সাথে সুসম্পর্ক গড়ে তোলার ১২ পরামর্শ


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্য সাহিত্যের পথিকৃৎ
________________________

সহকর্মীর সাথে কি করে সম্পর্ক গড়ে তুলবেন ?

চিন্তাশীল , সুবিবেচক , নিদৃষট প্রশ্ন করলে সহকর্মীর সাথে তৈরি হবে অর্থপূর্ণ সম্পর্ক আর কর্মে আসবে অনেক বেশি পরিপূর্ণতা
কর্মে আসবে সুখ , উজ্জীবিত করবে উৎপাদন শীলতা আর বেশি আনবে সফল তা ।
১।খাবার , পরিবার আর ঐ তি হ্য নিয়ে প্রশ্ন । কি ডিনার করছ আজ ? একজন নেতা হিসাবে মনে রাখতে হবে সব প্রশ্ন যেন কাজ সম্পর্কিত না হয় । কর্মীদের ব্যক্তিগত জীবন , পরিবার নিয়ে জানলে কর্মীরা মনে করবে বস তাদের ব্যপারে খোজ খবর নিতে উৎসাহী ।
২। কাজের বাইরে কি করতে ভাল লাগে ?
৩। সবচেয়ে পছন্দের মুভি কোনটি
৪। গত সপ্তাহে ভাল কি ঘটলো
৫। কোথায় কোথায় বেড়াতে গেছ
৬। কি তোমার প্রিয় শখ
৭। কোন স্থান সবচেয়ে প্রিয় ভ্রমনের জন্য
৮। তোমার পরিবার সম্বন্ধে বল না
৯। কি মুভি / বই তোমার খুব পছন্দ
১০। কোন প্রকল্প তোমার মনে দোলা দিয়েছে সব চেয়ে বেশি
১১। এখন নতুন কি শিখছ
১২। এক কাপ কফি খাবে

 

_______________________

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী স্যার

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়