Ameen Qudir

Published:
2019-12-29 01:24:43 BdST

গর্ভ নিরোধ পিল সেবনকারীদের জন্য রেডিওলজিকেল সোসাইটি অব নর্থ আমেরিকার সতর্কতা


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্য সাহিত্যের পথিকৃৎ
__________________________________

যে মহিলারা গর্ভ নিরোধক পিল সেবন করেন তাদের মগজের একটি ছোট অথচ গুরুত্ব পূর্ণ এলাকা যা পিটুইটারি গ্লান্ডের উপর মগজের ভিত্তি মুলে , হরমোন উৎপাদন আর কিছু শারীরিক কাজ যেমন নিদ্রা চক্র , মন মেজাজা , সেক্স ড্রাইভ , ক্ষুধা , দেহ তাপ , হৃদ ঘাত হার এসব নিয়ন্ত্রনে বড় ভুমিকা গ্রহন করে ,সেই মহিলাদের ক্ষেত্রে এই এলাকা ক্ষুদ্র হয়ে যায় । এই বছর রেডিওলজিকেল সোসাইটি অব নর্থ আমেরিকার বার্ষিক অধিবেশনে গবেষকরা এই তথ্য প্রকাশ করেন ।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়