Ameen Qudir

Published:
2019-09-04 18:35:18 BdST

জিহ্বা নিয়ে অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর প্রেসক্রিপশন


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ও লেখক____________________________

 

জিহ্বার কত গুন
সহজ যন্ত্র মনে হলেও এর প্রয়োজন অনেক খানে , লেহন।শ্বাস প্রশ্বাস , স্বাদ গ্রহন , গলাধ করন , বাক্য স্ফুরণ
কেমন আয়তন । পুরুষের ৮.৫ সেন্টি মিটার নারীদের ৭.৯ সেন্টিমিটার । এ ডিন বরা বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় দেখা গেছে দীর্ঘতম জিহবা হল কেলি ফরনিয়ার নিক সট বেরি ১০.১ সেন্টি মিটার দীর্ঘ ।
দীর্ঘতম জিহবার অধিকারী মহিলা হলেন লস এঞ্জেলস এর চেনেল জেপার ৯.৫ সেন্টি মিটার
জিবে রয়েছে রেখাঙ্কিত আট টি পেশি যা র জন্য জিব যে কোনও দিকে ঘুরতে পারে
জিব তাই খুব নমনীয় ।
পেশি ছাড়া আছে গ্লান্ড ,, চর্বি ,শ্লেস্ম ঝিল্লি দ্বারা আচ্ছাদিত
জিবের উপর আছে পাপিলি , স্বাদ কোরক সেরাস গ্লান্ড
নিঃসৃত হয় যে লালা এতে যোগ হয় এসব গ্লান্ডের রস
জিবে আছে নানা রিসেপ্টার জা স্বাদ গ্রহন করে নানান ফ্লাভার
বেশির ভাগ টেস্ট রিসেপ্টার আছে জিবের ডগায়
জিবের নিচ পার্পল রং , মসৃণ
স্বাদ কোরক সবাদ গ্রহণ করে রিসেপ্টারের সহায়তায়

জিব দেখানো কিন্তু অনেক সংস্কৃতি তে অভব্য আচরণ
তি ব্বতে জিব দেখানো হল সম্ভাষণ
নিউ জিলান ডে মাওরি উপজাতির মধ্যে জিব দেখানো হল রন হুংকার
জিবে হতে পারে নানা রোগ
এরিথেমা মাইগ্রেন্স
জিবে ছত্রাক
ফারি টাং
ধূমপান ও অন্যান্য কারনে হতে জিবের ক্যানসার
তখন হয়
গলাধঃকরণে অসুবিধা
জিবে আর চোয়ালে অবিরাম ব্যথা
মাড়িতে , জিবে ,টনসিল মুখের আস্তরনে লাল লাল বা সাদা ছোপ
মুখের ভেতর উচ্চ কোনও স্ফিতি
গলা খুসখুস , ব্যথা
চোয়াল আর জিব নড়াতে সমস্যা।
________________________

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়