Ameen Qudir

Published:
2019-06-20 21:05:32 BdST

ডা. শুভাগত চৌধুরীর প্রতিদিনের ফ্রি প্রেসক্রিপশনযে ডাক্তার কম ওষুধ লিখে সে হল ভালো ডাক্তার


 



 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী ,
উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ও লেখক

_____________________________

আপনাকে বলছি
আজ আপনার দিন।
নতুন করে শুরু করার দিন।
স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করার দিন।
কঠোর প্রশিক্ষণ নেওয়া শুরু করার দিন
সুস্থ হয়ে বেঁচে থাকার দিন শুরু ।
গর্বিত হবার দিন।

সুস্থ ভাবে দীর্ঘ দিন বাঁচতে হলে তরুন বয়স থেকে স্বাস্থ্যকর জীবন যাপন শুরু করা চাই কারন এদেশে অনেক ক্রনিক রোগ শুরু হয় কম বয়সে ।

অসুখ না আসা পর্যন্ত স্বাস্থ্যের কোন মুল্য কেউ বোঝে না। বাঁচার জন্য খান , খাওয়ার জন্য বাঁচবেন না --সক্রেতিস।
সান্ধ্য আহারের পর একটু বিশ্রাম করুন , নৈ শ ভোজনের পর হাঁটবেন এক মাইল।

গৃহে যদি সঠিক শিক্ষা হয় তাহলে ছেলে মেয়ে ঠিক মানুষ হয় বেশীর ভাগ ক্ষেত্রে।
যে ডাক্তার কম ওষুধ লিখে সে হল ভালো ডাক্তার ।
একটি ব্যবস্থা পত্র নেবেন ? কাগজ কলম পিষার কাজ কম করে খালি পায়ে দৌড়ান সবুজ ঘাসের উপর ।যুদ্ধের শ্রেষ্ঠ কৌশল হল শত্রুকে লড়াই ছাড়াই পরাভূত করা ।
ভাবুন প্রত্যুষে , কর্মে প্রবৃত্ত হন দুপুরে,আহার করুন সন্ধ্যায় ,নিদ্রা যান রাতে । উইলিউয়াম ব্ল্যাক।
____________________________

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী ,
উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ও লেখক

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়