Ameen Qudir

Published:
2017-02-25 00:08:16 BdST

হাসপাতালের গ্রাউন্ডে রাতে থাকতে খরচ ২০০ টাকা


 

 

ডেস্ক রিপোর্ট
অভিযোগের কেন্দ্রে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে কোনও রোগীর আত্মীয় যদি গ্রাউন্ড ফ্লোরে রাতে থাকতে চান, তাহলে তাঁকে ২০০ টাকা দিতে হবে, এমনটাই অভিযোগ।


হাসপাতালে ভর্তি আত্মীয়ের জন্য রাতে সেখানে থাকতে গেলেও খরচ করতে হবে ২০০ টাকা। অভিযোগ, এই ব্যবস্থা দিব্যি চালু রয়েছে ইএম বাইপাসের ধারের একটি হাসপাতালে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার

পরেও, বৃহস্পতিবার পর্যন্ত সেই ব্যবস্থার বদল হয়নি। অভিযোগের কেন্দ্রে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে কোনও রোগীর আত্মীয় যদি গ্রাউন্ড ফ্লোরে রাতে থাকতে চান, তাহলে তাঁকে ২০০ টাকা দিতে হবে, এমনটাই অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, টাকা দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক নয়।

 

ওই হাসপাতালে নোটিস দিয়ে জানানো হয়েছে, যাঁরা রাতে সেখানে থাকতে চান, তাঁদের আরামের কথা মাথায় রেখে কর্তৃপক্ষ একটি কম্বল, একটি বেডশিট এবং একটি বালিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি, সকালে মিলবে এক কাপ গরম চা-ও। অ্যাডমিশন বিভাগে ২০০ টাকা জমা করলে দেওয়া হবে রসিদ।

তবে রোগীর পরিবারের একাংশের অভিযোগ, বিষয়টি ঐচ্ছিক নয়। আসলে বিনা পয়সায় হাসপাতালের ভিতরে রাত্রিবাস করতে দেন না কর্তৃপক্ষ। শুধু তাই নয়। কম্বল, বেডশিট এবং বালিশের কথা বলা হলেও অনেক সময় সেগুলি মেলে না। টাকা দেওয়ার রসিদ দেখালে নিরাপত্তাকর্মীরা কয়েকটি সোফা জুড়ে শোওয়ার ব্যবস্থা করে দেন। বারাসতের বাসিন্দা শেখ কামরুল আহমেদ এদিন বলেন, ‘‘আমাদের রোগী ভর্তি ছিলেন। আমাদের বলা হয়েছিল, ২০০ টাকা দিলে সোফায় শোওয়া যাবে।’’

 

প্রশ্ন উঠছে, এভাবে কি হাসপাতাল চত্বর হোটেল বা লজের মতো রাত্রিবাসের জন্য ভাড়া দেওয়া যায়? ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে’র (বেঙ্গল চ্যাপ্টার) সম্পাদক শান্তনু সেন বলেন, ‘‘বিয়েবাড়িতে বরযাত্রীদের থাকা এবং হাসপাতালে রোগীর বাড়ির লোকের থাকার পার্থক্য সকলেই বোঝেন। এক্ষেত্রে মানবিক হয়ে সহযোগিতা করা উচিত।’’

মেডিকা’র কর্তা অলোক রায় বলেন, ‘‘আরামের কথা ভেবেই ওই ব্যবস্থা করা হয়েছে। বালিশ, কম্বল ধোওয়ার খরচ নেওয়া হয়। এসব জিনিস নেওয়ার জন্য কাউকে জোর করা হয় না।’’ অলোক স্পষ্ট জানিয়েছেন, হাসপাতাল চত্বরে রোগীর পরিবারের সুবিধার জন্য টাকার বিনিময়ে এমন ব্যবস্থা করা যেতেই পারে।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়