Saha Suravi
Published:2024-12-23 20:09:21 BdST
ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাব লিমিটেডের নতুন ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি: যারা রয়েছেন
ডেস্ক
_______________________
সম্প্রতি ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪-২৫ মেয়াদের জন্য ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হোসেন, সহসভাপতি সাইনোভিয়া ফার্মার পরিচালক মার্কেটিং সৈয়দ এ বি তাহমীদ, সহসভাপতি ল্যাবএইড ফার্মার নির্বাহী পরিচালক, মার্কেটিং ও কমার্শিয়াল এস এম নূর হোসেন, মহাসচিব হয়েছেন নোভারটিস বাংলাদেশের কান্ট্রি হেড এম নকিবুর রহমান, কোষাধ্যক্ষ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন এম মহিবুজ জামান, চিফ অপারেটিং অফিসার এসিআই ফার্মা; মো. মিজানুর রহমান, নির্বাহী পরিচালক, অপারেশনস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস; আফসার উদ্দিন আহমেদ, পরিচালক কমার্শিয়াল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস; আর এম সামিউল হাসান, সিইও, এমএসপি; মো. ইফতেখারুল ইসলাম, পরিচালক বিজনেস ডেভেলপমেন্ট, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস; মমিনুল হাসান, পরিচালক মার্কেটিং, সম্ভব হেলথ; মো. আখতার হোসেন, কনসালট্যান্ট মার্কেট রিসার্চ, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস; মোহাম্মদ শরিফুল ইসলাম, পরিচালক মার্কেটিং, হামদর্দ ল্যাবরেটরিজ; এ কে এম আহসান উল্লাহ, পরিচালক ও সিইও, গ্লোবাল ফার্মা; মো. শামীম আলম খান, পরিচালক মার্কেটিং, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস; মো. মুজাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং, এসকেএফ ফার্মাসিউটিক্যালস; ব্রাহ্মণ পিকাসো, সিনিয়র মহাব্যবস্থাপক, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, একমি ল্যাবরেটরিজ; তপন কুমার রায়, সিইও, ফার্মাশিয়া এবং তানবির সজিব, সিএমও, রেনাটা লিমিটেড।
আপনার মতামত দিন: