Ameen Qudir

Published:
2017-01-17 19:21:35 BdST

প্রেসক্রিপশন লিখবে ডাক্তার আর ওষুধ পছন্দ করবে দোকানদার : আড়ালে কার হাসি ?


 

 

ডা. সাজ্জাদ জালাল

__________________________

মাননীয় হাইকোর্ট ডাক্তারদের প্রেসক্রিপশন স্পষ্ট ভাবে লিখার জন্য নির্দেশ দিয়েছেন।স্বাগতম এই নির্দেশকে।
তবে জেনেরিক নামে ঔষধ লিখার জন্য আরেকটি নির্দেশনা আছে।
প্রথমটার জন্য কেউ দ্বিমত না করলেও দ্বিতীয়টির জন্য কোন ডাক্তার একমত পোষণ করবে না।
দুটো বিষয় আলাদা রিট হলে ২য় টির ব্যাপারে জনগনের মাঝে কোন প্রতিক্রিয়াই হত না।


তাই কায়দা করে দুটি বিষয় একসাথে রিট করা হয়েছে।
ঔষধ মুদি দোকানের পণ্য বা ফেয়ার এন্ড লাভলী ক্রীম নয়।ব্যবস্হাপত্র লিখবে ডাক্তার আর ঔষধ পছন্দ করবে দোকানদার........ ।এটা হতে পারেনা। কোন পরিবর্তন আনার প্রয়োজন হলে মেডিকেল সাইন্সের লোকজনেরই সিদ্বান্ত নেবার কথা।


তবে কোর্ট যাদের কাছে জবাব চেয়েছেন তারা নিশ্চয় এর সুন্দর জবাব দিবেন বলে আশা।

.....এবার দেখি ঔষধ পছন্দ করার এই ফাকাঁ জায়গাটায় কে বসতে চায় ।এখানে বসবে মিডিয়া, যারা দীর্ঘদিন এজন্য কলকাঠি নাড়ছে বলে মনে হয়। হয়তো অনেকে এটা ভাবেনি।

মিডিয়া ডানাকাটা পরিদের নাচাবে, নেচে নেচে কোম্পানির জয়গান গাবে আর বিজ্ঞাপনে দেখাবে কোন কোম্পানির ঔষধ খেয়ে পর-পরীরা তাদের ব্যাধি সারায়।ভালই হবে সব স্হানে বিনোদন তো রোগ সারাতে ঔষধের সাথেও একটু বিনোদন।
বাংলাদেশে ঔষধের মার্কেট হাজার হাজার কোটি টাকার কিন্তু আফসোস মিডিয়া এখান থেকে কোন ভাগ পায়না।তা কি মানা যায়।


পণ্যের বিজ্ঞাপনে ২০-৩০% খরচ করা হয়।তাই এখান থেকে কিছু হাতাতেই হবে।আর মিডিয়া হল ফুলবাবুদের জায়গা । গায়ে হাওয়া লাগিয়েই টাকা।
ইতিমধ্যে মিডিয়া কিছুটা সফল হয়েছে, কিছু বিজ্ঞাপন হাতিয়ে নিয়েছে, এবার এটাকে বৈধতা দান করার পালা।


এর ফলে কি হবে নাচগান বিনোদন নাটক সিনেমা টকশোর পিছনে কোম্পানির খরচ বাড়বে ঔষধের দাম বাড়বে কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের চাকুরি যাবে। বিনিময়ে নাচ গান মিডিয়ার মালিক পাত্রপাত্রীদের উন্নয়নে হবে।
সুতরাং এতে ডাক্তারদের কোন ক্ষতি না হলেও ক্ষতি হবে জনগনের।

 

চোখ বেধে হাতে ন্যায় দন্ড নিয়ে হাইকোর্টের সামনে যে দাড়িঁয়েছে সে কি একচোখা? কয়েক বৎসর যাবৎ সারা দেশে ডাক্তারদের উপর আক্রমণ হচ্ছে হাসপাতালে ভাঙ্গচুর হচ্ছে, নারী চিকিৎসকের উপর হামলা হল মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত হস্তক্ষেপ করলেন কিন্তু কোর্টের একটা চোখ এদিকটায় পড়ল না এটা আমাদের জন্য বড় হতাশার বিষয়।

 

কোর্ট কত সুয়োমোটো রুল জারি করে ডাক্তারদের উপর হামলা হাসপাতাল ভাংচুরের জন্য একটা সুয়োমোটো রুল জারি করলনা ! ডাক্তারদের জন্য না হোক হাসপাতাল ভাঙ্গচুরের জন্য হলেও মাণনীয় কোর্ট এই দিকটায় নজর দিবে কি? সেই সাথে মিডিয়ার বদমতলবের ব্যাপারেও সর্তক দৃষ্টি রাখবে বলে আশা করি।

হাতের লেখার বিষয়টি বাদ দিয়ে সকল চিকিৎসক বিএমএ কে এই জেনেরিক নামের বিষয়টি নিয়েই কথা বলা উচিত।

__________________________


লেখক ডা. সাজ্জাদ জালাল

Asstistant professor
Dept of Radiology & Imaging
Comilla medical college.

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়