DESK
Published:2024-09-28 16:22:05 BdST
চলে গেলেন জেনারেল ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ডা. মোমিনুল হক
ডেস্ক
_______________________
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের আধুনিক ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ ডা. মোমিনুল হক। তার হাতেই সুপ্রতিষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যালস।
তিনি ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন । আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ডা. মোমিনুল হক জেনারেল ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৮ বছর।
তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তরের সুগন্ধি গ্রামে। ডা. মোমিনুল হক দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
জেনারেল ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ডা. মোমিনুল হক-এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ডা সুলতানা আলগিন। তিনি বলেন, তিনি একজন নজির স্থাপনকারী চিকিৎসক উদ্যোক্তা ছিলেন। গভীর পরিশ্রমে ও একান্ত নিষ্ঠায় তিনি জেনারেলকে দেশের একটি প্রধান কম্পানিতে পরিনত করেছিলেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
শোক জানান
দেশের বিশিষ্ট চিকিৎসকরাও। মৃত্যুকালে ডা. মোমিনুল হক পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আপনার মতামত দিন: