ডা শাহাদাত হোসেন

Published:
2022-05-26 19:57:37 BdST

কনস্টিপেশন-এর জন্য একটা নুতন ক্যাপসুল


 

ডা. রুমি আহমেদ
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
_________________________

জর্জিয়ার অগাস্টা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা কনস্টিপেশন এর জন্য একটা নুতন ক্যাপসুল আবিষ্কার করছেন!
ক্যাপসুলটা আমাদের স্টমাক আর ক্ষুদ্রান্তে গিয়ে দুঘন্টা ধরে ভাইব্রেট করবে - মানে কিছুক্ষন ঘুটা ঘুটা ঘুটা ভাইব্রেট করবে আর কিছুক্ষন দম নেয়ার সময় দেবে! এভাবে চলবে দুঘন্টা ক্যাপসুল প্রতি!
বিজ্ঞানীরা অবজার্ভ করছেন যে পেটের ভিতর দুঘন্টা ধরে এই দক্ষযক্ষ চলার প্রতিক্রিয়ায় - কোষ্ঠে অবস্থানরত মাটি কামড়ে পড়ে থাকা কোষ্ঠের ঘরকুনো অধিবাসীরা পরবর্তী সকালে বাপ বাপ করে কোষ্ঠ পরিত্যাগ করে হাঁফ ছেড়ে বাঁচে!
কোষ্ঠে সফল উচ্ছেদ অভিযান চালানোর পর - আন্দোলনের সমাপ্তি ঘোষণা করে ক্যাপসুল নিজেও এক পর্যায়ে কোষ্ঠ ত্যাগ করবে!

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়