Dr. Aminul Islam

Published:
2021-11-09 19:14:37 BdST

অতিমারীর মৃত্যু রুখতে মলনুপিরাভির উৎপাদন করবে এসকেএফ, স্কয়ার, বেক্সিমকো, রেনেটা, ইনসেপ্টা, বিকন



সংবাদ সংস্থা
____________

অতিমারী কোভিড–১৯–এর চিকিৎসায় মৃত্যু মোকাবেলায় নতুন ওষুধ ‘মলনুপিরাভির’ বাংলাদেশে উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে সরকার। এ সপ্তাহের মধ্যে দেশের বেশ বিভিন্ন প্রতিষ্ঠান এই অনুমোদন পাবে।এসকেএফ, স্কয়ার, বেক্সিমকো, রেনেটা, ইনসেপ্টা, বিকনসহ ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান এই তালিকায় আছে। নতুন এই ওষুধ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিক।

ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সূত্র বলছে, দেশের শীর্ষস্থানীয় প্রায় সব ওষুধ কোম্পানি এই ওষুধ উৎপাদনের অনুমোদন চেয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে আবেদন করেছে। খুব শিগগির এদের ‘রেসিপি’ অনুমোদন দেওয়া হবে।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়