SAHA ANTAR

Published:
2021-10-19 01:42:30 BdST

ভ্যাকসিনে ভরসা রাখেননি, এখন আক্রান্ত হয়ে মাশুল পূজা বেদীর


 

সংবাদ সংস্থা
___________________
কোভিড আক্রান্ত অভিনেত্রী পূজা বেদী। কিন্তু করোনার একটি প্রতিষেধকও নেননি তিনি। নিজের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার প্রতি বিশ্বাস রেখে এই সিদ্ধান্ত নিয়েছিলেন পূজা। ইনস্টাগ্রামে ভিডিয়ো করে সে কথা জানালেন ‘যো জিতা উওহি সিকন্দর’-এর অভিনেত্রী।

ভিডিয়োয় তিনি জানালেন, অ্যালার্জির কারণে সর্দি-কাশিতে ভুগছেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছিল পূজার। কিন্তু জ্বর আসার পর তিনি করোনা পরীক্ষা করাতে যান। তার পরেই পরীক্ষার ফলাফল ইতিবাচক আসে। পূজার প্রেমিক এবং পরিচারিকাও করোনা আক্রান্ত হয়েছেন। পূজা জানালেন, সব রকম নিয়মবিধি মেনে চলছেন তিনি।


কিন্তু পূজা আগে করোনার প্রতিষেধক নেননি। ভবিষ্যতেও নেবেন না। সে কথা জানিয়ে যদিও অন্যকে প্রভাবিত করতে চাননি তিনি। নিজের অনুরাগীদের উদ্দেশে লিখলেন, ‘আমার ক্ষেত্রে আমি নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতি বিশ্বাস রাখতে চাই। তোমাদের ক্ষেত্রে যেটা ঠিক, তোমরা সেটিই করো। যে যার নিজের মতো চলো।’

শ্রুতি শেঠ, নফিসা আলি সোধি, সচিন শ্রফের মতো একাধিক বলি তারকা পূজার দ্রুত আরোগ্যের কামনা করেছেন ভিডিয়োর মন্তব্য বাক্সে।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়