SAHA ANTAR

Published:
2021-09-21 03:13:33 BdST

সেরামের টিকা আসছে অক্টোবর থেকে



দিল্লি সংবাদ দাতা 
______________
পুনের সেরামের ইনস্টিটিউট উৎপাদিত করোনার টিকা আসছে অক্টোবর থেকে । আগামী মাসেই বাংলাদেশে শুরু হবে টিকা রপ্তানি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় আজ সোমবার দিল্লিতে নিজের মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

চলতি বছরের এপ্রিল মাসে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ তীব্র হয়ে ওঠে। তখনই সেরামের টিকা রপ্তানি বন্ধ করে দেয়। দরিদ্র ও নিম্ন আয়ের দেশগুলোকে টিকা দেওয়ার জন্য বৈশ্বিক জোট ‘কোভ্যাক্স’ প্রকল্পসহ বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি অনুযায়ী টিকা সরবরাহ এবং ‘ভ্যাকসিন মৈত্রী’র অধীনে বিভিন্ন দেশকে টিকা উপহার, সব ধরনের রপ্তানিই বন্ধ হয়ে যায়। সরকার তখন জানিয়েছিল, দেশের চাহিদা মেটার পর রপ্তানি শুরু করা হবে।

 

বাংলাদেশের সঙ্গে  পুনের সেরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ রপ্তানি নিয়ে চুক্তি হয়েছিল। কিছু টিকা সরবরাহের পর তা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশকে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়। বিশেষ করে অসুবিধায় পড়েন যাঁরা কোভিশিল্ডের প্রথম টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় ছিলেন। বাংলাদেশকে সেই সময় ১৫-১৬ লাখ কোভিশিল্ডের জন্য বহুবার দরবার করতে হয়েছিল।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়