SAHA ANTAR

Published:
2021-08-03 15:37:26 BdST

কোভ্যাক্সিন-এর ট্রায়াল করবে আইসিডিডিআরবি



সংবাদ সংস্থা
_____________
ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘কোভ্যাক্সিন’ বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) এই অনুমোদন দেয়।

করোনার ডেল্টা প্লাস (Delta Plus) ভ্যারিয়েন্ট রুখতে কোভ্যাক্সিন (Covaxin) অনেক বেশি কার্যকরী। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল অ্যান্ড রিসার্চের (ICMR) সাম্প্রতিক একটি গবেষণাপত্রে এমন তথ্যই জানানো হয়েছে।

 

 

বিএমআরসি সভাপতি অধ্যাপক ডা সৈয়দ মোদাচ্ছের আলী মিডিয়াকে এই তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) বেশ কয়েক মাস আগে এই টিকা ট্রায়ালের জন্য বিএমআরসির কাছে অনুমতি চেয়েছিল।

 

ডা.সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য এবং যুক্তির ওপর ভিত্তি করে আমরা এই অনুমোদন দিয়েছি। এই টিকার ট্রায়ালে আর কোনো বাধা নেই।’

আইসিডিডিআরবির বিজ্ঞানী কে জামান এই ট্রায়ালের প্রধান গবেষক।

ভারতের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ যৌথভাবে ‘কোভ্যাক্সিন’ নামে করোনার টিকা উদ্ভাবন করেছে। ভারতে এই টিকা ব্যবহার করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন  জানায়,

করোনার ডেল্টা প্লাস (Delta Plus) ভ্যারিয়েন্ট রুখতে কোভ্যাক্সিন (Covaxin) অনেক বেশি কার্যকরী। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল অ্যান্ড রিসার্চের (ICMR) সাম্প্রতিক একটি গবেষণাপত্রে এমন তথ্যই জানানো হয়েছে।



BioRxiv-তে প্রকাশিত হয়েছে ICMR-এর এই গবেষণাপত্রটি। তা এখনও প্রি প্রিন্ট স্তরে আছে বলেই জানা গিয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, কোভিডের (COVID-19) ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া রোগীদের ক্ষেত্রে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন। আবার উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে ৬৫.২ শতাংশ কাজ করছে কোভ্যাক্সিন। মাত্র ০.৫ শতাংশ রোগীর ক্ষেত্রেই নাকি এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে।


ভারতবর্ষে করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউ আছড়ে পড়া সময়ের অপেক্ষামাত্র। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ডিসেম্বর পর্যন্ত তার প্রভাব থাকবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। মৃত্যু হয়েছে ৪২২ জনের। রবিবার এই সংখ্যা ছিল সাড়ে পাঁচশোর কাছাকাছি। সেই তুলনায় সোমবার তা অনেকটাই নেমেছে। একদিনে করোনার কবলমুক্ত হয়েছেন ৩৬ হাজার ৯৪৬। আর এক্ষেত্রে টিকা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

ইতিমধ্যেই দেশে ৪৭ কোটি ২২ লক্ষ ২৩ হাজার ৬৩৯ জনের টিকা (Corona Vaccine) হয়ে গিয়েছে। কোভ্যাক্সিনের পাশাপাশি কোভিশিল্ড (Covishield), স্পুটনিক V (Sputnik V) মতো টিকা নেওয়ার সুযোগও রয়েছে। তবে ভারতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নেওয়ার চলই বেশি বলে শোনা গিয়েছে। এবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল অ্যান্ড রিসার্চের সাম্প্রতিক গবেষণাপত্রের কথা মানলে আগামী দিনে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়