Dr.Liakat Ali

Published:
2021-07-24 23:36:35 BdST

ডাক্তারসহ ফ্রন্টলাইনারের পরিবারের কোন সদস্যের বয়স ১৮ হলে টিকা পাবেন



ডেস্ক
____________
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় ডাক্তারসহ ফ্রন্টলাইনারদের পরিবারের কোনো সদস্যের বয়স ১৮ বছর বা তার বেশি হলেই তারা করোনা টিকা নিতে পারবেন।

প্রধানমন্ত্রী এই অনুমতি দিয়েছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আজ থেকে এটি কার্যকর হয়েছে।

আজ শনিবার প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও শিক্ষকদের ফ্রন্টলাইনার হিসেবে ইতিমধ্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তাদের পরিবারের সদস্যদের ১৮ বছর বা তার বেশি হলেই টিকার আওতায় আনা হবে।

 

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়