ডেস্ক

Published:
2021-07-24 00:34:04 BdST

টিকার ন্যূনতম বয়সসীমা ১৮ করা হচ্ছে


 

ডেস্ক
_____________
দেশে করোনার টিকা নেওয়ার নূন্যতম বয়স ৩০ থেকে কমিয়ে শিগগিরই ১৮ বছর করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ শুক্রবার রাজধানীর সরকারি মুগদা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের দেখতে গিয়ে এ কথা জানান তিনি।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, 'স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই বয়সসীমা কমানোর ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। কীভাবে বয়সসীমা কমিয়ে আনা যায় আমরা সে বিষয়ে পরিকল্পনা করছি।'

সরকার গ্রামাঞ্চলে টিকাদান পদ্ধতি সহজ করার চিন্তা করছে বলেও জানান তিনি।

সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমি মুগদা হাসপাতালে কোভিডে আক্রান্ত কয়েকজন গুরুতর রোগীর সঙ্গে কথা বলেছি। তারা কেউই ভ্যাকসিন নেননি।'


তিনি জানান, সবারই ভ্যাকসিন নেওয়া উচিত কারণ এতে সংক্রমণের ঝুঁকি কমবে এবং হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও কমবে।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়