Dr.Liakat Ali

Published:
2021-07-20 04:24:37 BdST

'স্পুটনিক ভি-র এজেন্টশিপ পেয়েছে এক আমেরিকান, জাফরুল্লাহ তাঁর কাছে থেকে ভ্যাকসিন আনবেন'


 

ডেস্ক
______________

রাশিয়া থেকে দুই কোটি ডোজ স্পুতনিক ভি ভ্যাকসিন কেনার বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রস্তাব নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কেন এগোয়নি, তা ভেঙে বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পাঁচ দিনের উজবেকিস্তান সফর থেকে দেশে ফিরে আজ সোমবার নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী আমার সঙ্গে দেখা করেছেন। তিনি রাশিয়ার কাছ থেকে অর্ধেক দামে সাত দিনের মধ্যে ভ্যাকসিন আনতে পারবেন বলেছিলেন। এতে আমরা খুব খুশি হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানের সঙ্গে তার এই বিষয়টি নিয়ে যোগাযোগ হয়েছিল। রাষ্ট্রদূত তাকে জানিয়েছিলেন যে রাশিয়া বাংলাদেশে স্পুতনিক ভ্যাকসিনের পরিবেশক হিসেবে কোনও বেসরকারি এজেন্ট নিয়োগ করেনি।’

‘পরে আমরা শুনেছি যে এজেন্টশিপ পেয়েছে একজন আমেরিকান। ডা. জাফরুল্লাহ ওই আমেরিকানের থেকে ভ্যাকসিন আনবেন’ ।
মোমেন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে খুব একটা এগোয়নি।’

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়