Dr.Liakat Ali

Published:
2021-07-20 03:37:11 BdST

বয়স ৩০ হলেই এখন টিকা পাবেনডা লিয়াকত আলী 
_________

৩০ বছর বা তার বেশি বয়সীরা আজ থেকে করোনা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন। এর আগে, টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ছিল ৩৫ বছর।টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনে ঢুকে দেখা গেছে যে ৩০ বছর বা তার চেয়ে বেশি বয়সীরা করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন।

আজ সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক বিষয়টি জানান।

জাতীয় ভ্যাকসিন কমিটির নির্দেশে আজই টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স কমিয়ে দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়