SAHA ANTAR

Published:
2021-07-04 02:50:03 BdST

মিশ্র ডোজের সুপারিশ জার্মানির



ডেস্ক

যাঁরা করোনার টিকা হিসেবে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন, তাঁদের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার-বায়োএনটেক বা মডার্নার টিকা গ্রহণের প্রস্তাব করেছে জার্মানির টিকা কমিটি। গত বৃহস্পতিবার দেশটির টিকা কমিটি জানায়, করোনার ডেলটা ধরনসহ করোনাভাইরাসের অন্য ধরনের বিরুদ্ধেও উন্নত সুরক্ষা দেয় টিকার মিশ্র ডোজ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জার্মানির টিকা কমিটি এসটিআইকেও বলেছে, গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজ হিসেবে এমআরএনএ টিকা নিলে তার প্রতিরোধী প্রতিক্রিয়া অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজের তুলনায় সুস্পষ্টভাবে বেশি হয়।


বয়স নির্বিশেষে মিশ্র টিকা গ্রহণের ক্ষেত্রে কমিশনের প্রস্তাব হচ্ছে দুই ডোজের মধ্যে কমপক্ষে চার সপ্তাহের ব্যবধান থাকতে হবে।

ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকার ক্ষেত্রে মেসেঞ্জার আরএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা করোনাভাইরাস যেভাবে স্পাইক প্রোটিন তৈরি করে, সেভাবেই শরীরকে স্পাইক প্রোটিন পুনরুৎপাদনের ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকে।
শরীর যখন করোনাভাইরাসের সংস্পর্শে আসে, তখন সহজেই ভাইরাস শনাক্ত করে তার বিরুদ্ধে লড়াই করতে পারে।


অন্যদিকে ভাইরাল ভেক্টর টিকা অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসন মূলত সাধারণ সর্দি সৃষ্টিকারী অ্যাডেনোভাইরাসের জিনগত রূপান্তরিত সংস্করণ। এতে মানব কোষে জেনেটিক নির্দেশ পৌঁছে দেওয়া হয়।

এর আগে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল প্রথমে অ্যাস্ট্রাজেনেকার টিকার ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ হিসেবে মডার্নার টিকা নেন।

 

যুক্তরাজ্যের গবেষণার দিকে ইঙ্গিত করে জার্মান টিকা কমিটি বলেছে, টিকার এক ডোজ নিলে করোনার ডেলটা ধরনের বিরুদ্ধে সুরক্ষা অনেক কমে যায়। এ পরিপ্রেক্ষিতে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে।

আগামী দিনগুলোতে জার্মানিতে করোনার প্রধান ধরন হিসেবে জায়গা নেবে ডেলটা সংস্করণ। জুলাই মাসের মধ্যেই দেশটিতে ৭০ থেকে ৮০ শতাংশ ডেলটা ধরন ছড়াবে বলে আশঙ্কা করছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়