ডেস্ক
Published:2021-07-04 01:22:13 BdST
আগস্ট মাসে মুম্বইয়ের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আসছে
ডেস্ক
__________
আগামী আগস্ট মাসে মুম্বইয়ের সেরাম ইনস্টিটিউট থেকে আবারও অ্যাস্ট্রেজেনেকার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে উপহার হিসেবে আসা মডার্নার টিকা গ্রহণ করার সময় এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা ইঙ্গিত পেয়েছি যে আগস্ট থেকে তারা ( সেরাম ইনস্টিটিউট) অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ শুরু করবে। যারা দ্বিতীয় ডোজ টিকা পাননি তাদেরকে এই টিকা দেওয়া যাবে।’
সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী, তারা বাংলাদেশে তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন সরবরাহ করবে। এর মধ্যে তারা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৩৩ লাখ ডোজ সরবরাহ করেছে।
আপনার মতামত দিন: