ডেস্ক
Published:2021-07-01 23:41:52 BdST
মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আসছে আগামী দু' দিনে
ডেস্ক
__________________________
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আগামী দু দিনের মধ্যে বাংলাদেশে পৌঁছাবে। এর মধ্যে প্রথম চালান হিসাবে প্রায় ১২ লাখ টিকা আগামীকাল দেশে আসবে। আর পরের দিন শনিবার অবশিষ্ট ১৩ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে মিডিয়ার কাছে একথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
জানা গেছে, মর্ডানার প্রথম চালানের টিকা গ্রহণ করতে আগামীকাল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে চলতি বছরের এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার কোভিড-১৯ টিকাটি জরুরি ব্যবহারের জন্য তালিকাভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে করোনা প্রতিরোধে আবারো আজ থেকে দেশজুড়ে চীনের সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকাদানের পাশাপাশি নিবন্ধন কার্যক্রমও শুরু হয়েছে।
আপনার মতামত দিন: