SAHA ANTAR

Published:
2021-06-30 19:06:27 BdST

ভ্যাকসিন আসলে কতোদিন কাজ করবে


 

শওগাত আলী সাগর
প্রধান সম্পাদক
নতুন দেশ, কানাডা
_________________
করোনার ভ্যাকসিন আসলে কতোদিন কাজ করবে- এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে, সংশয়ও আছে। বিজ্ঞানীরা সেই প্রশ্নের উত্তর খোঁজায় সচেষ্টা আছেন একেবারে শুরু থেকেই। তাদের সর্বশেষ গবেষনা জানাচ্ছে- দুই ডোজ এমআরএন্এ ভ্যাকসিন দীর্ঘ সময় এমন কি সারা জীবনের জন্য একজন মানুষকে করোনা ভাইরাসের হাত থেকে প্রতিরক্ষা দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এক স্টাডিতে চাঞ্চল্যকর এই ফলাফল পাওয়া গেছে।
ওয়াশিংটন, নিউইয়র্ক এবং টেক্সাসের তিনটি মেডিকেল কলেজের বিশেষজ্ঞরা ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন এমন ৪১ জন স্বেচ্ছাসেবকের রক্ত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এই মতামত দিয়েছেন্। তাদের গবেষনাটি ‘নেচার’ জার্নালে গত সোমবার প্রকাশিত হয়েছে।
এদিকে দুটি ভ্যাকসিনের মিক্স- ম্যাচ নিয়ে যুক্তরাজ্যে যে গবেষনাটি চলছিলো তারাও আশাবাদী সব খবর দিচ্ছেন। তাদের পরীক্ষা বলছে, দুই ডোজ অ্যাষ্ট্রেজেনেকার ভ্যাকসিন যে প্রতিরক্ষা তৈরি করে, এক ডোজ অ্যাস্ট্রেজেনেকা এবং এক ডোজ ফাইজারের মিশ্রণ অনেক অনেক বেশি প্রতিরক্ষা দিতে সক্ষম। তবে সবচেয়ে বেশি অ্যান্টিবডি তৈরি করে ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়