Dr. Aminul Islam

Published:
2021-05-13 05:25:04 BdST

সেরামের টিকা গ্রহণের ২ মাস পর ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি: আইইডিসিআর


 

ডেস্ক
__________________

সেরাম ইন্টারন্যাশনাল উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা কোভিশিল্ডের প্রথম ডোজ গ্রহণের এক মাস পর ৯২ শতাংশ এবং দুই মাস পর ৯৭ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআর জানিয়েছে, যাদের কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার ইতিহাস রয়েছে এবং টিকা নিয়েছেন তাদের শরীরে চার গুণ বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।

টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া ১২০ জনের তথ্য বিশ্লেষণ করে আজ বুধবার এই ফলাফল প্রকাশ করে আইইডিসিআর।

অন্যান্য অসুস্থতা থাকা বা না থাকার সঙ্গে অ্যান্টিবডি তৈরির কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি আরও জানিয়েছে, এই গবেষণায় দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে টিকা নেওয়া ছয় হাজার ৩০০ জনের তথ্য পর্যালোচনা করা হবে। গবেষণা চলছে এবং এটি দুবছর চলবে।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়