ডেস্ক

Published:
2021-05-10 17:27:56 BdST

টিকা উৎপাদন হচ্ছে  মাত্র ৬০ দিনেই


 

ডেস্ক
--------------
অতি মারী কালে মিলিয়ন ডলার প্রশ্ন, কোভিড টিকা উৎপাদনে কতদিন লাগে?

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের কারখানায় করোনাভাইরাসের টিকা উৎপাদন কার্যক্রম সরেজমিন দেখে এসে প্রতিবেদন করেছে নিউইয়র্ক টাইমস। নিউইয়র্ক টাইমসের অনলাইনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে গত ২৮ এপ্রিল।
যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে ফাইজারের তিন কারখানা চলছে উৎপাদন। দিনরাত কাজ করে ৬০ দিনে ১৮টি ধাপে তৈরি হচ্ছে টিকার একটি চালান। সে হিসাবে করোনাভাইরাসের এক শিশি টিকা তৈরিতে ফাইজারের সময় লাগছে ৬০ দিন। টিকা উৎপাদনের কার্যক্রম কেবল ফাইজারের তিন কারখানায়ই সীমাবদ্ধ নেই; ইউরোপের বাজারে টিকার জোগান দিতে একই প্রক্রিয়ায় জার্মানির জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকও জার্মানি ও বেলজিয়ামের দুটি কারখানায় টিকা উৎপাদন করছে।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়