Ameen Qudir
Published:2017-02-05 06:21:31 BdST
কাল হয়তো আমি অাহত বা নিহত হব কর্তব্যরত অবস্থায়
ডা. নাসিমুন নাহার
__________________________
আগামীকাল হয়তো আমি আহত কিংবা নিহত হতে যাচ্ছি কর্তব্যরত অবস্থায় রোগীর আত্মীয়দের হাতে।
স্বাস্থ্য মন্ত্রী আপনি কই এখন ?
সাংবাদিক ভ্রাতাদের ক্যামেরা কই ?
আর ডিরেক্টর স্যাররা আর কতকাল ইন্টার্নদের দোষ খুঁজে বের করবে !
আমরা কি এখন কর্তব্যরত অবস্থায় রোগীর আত্মীয় কতৃক চিকিৎসক হত্যার খবরের জন্য অপেক্ষা করব ???
"ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৫ নাম্বার ওয়ার্ডে Intussusception এর এক পেশেন্টের ম্যানেজমেন্ট করছিল একজন ফিমেল ইন্টার্ন চিকিৎসক এবং সিএ । পেশেন্ট পার্টির ১০-১৫ জন পুরুষ ভিড় করছিল পেশেন্টের চারপাশে।
কর্তব্যরত চিকিৎসক পেশেন্ট পার্টিকে বের হতে বললে তারা ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্চিত করে।তখন ইন্টার্ন ডাক্তার বাধা দিতে আসলে তাকে জানালার কাঁচ ভেঙ্গে Stab করে কয়েকজন নওজোয়ান! "
কিছুই বলার নেই আর.।
__________________________
ডা. নাসিমুন নাহার । দেশের জনপ্রিয় কলামিস্ট।
আপনার মতামত দিন: